টাইটেলে যা পড়েছেন তা আসলেই সত্যি! ফুডপ্যান্ডাতে যেকোনো রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ১৫০ টাকা এবং গ্রোসারি অর্ডার করলে পাচ্ছেন ৩০০ টাকা ডিসকাউন্ট।

শুরুর দিকে ফুডপ্যান্ডাতে ক্যাশ অন ডেলিভারি এবং কার্ড দিয়ে পেমেন্টের সিস্টেম থাকলেও বাংলাদেশী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করার কোনো সুযোগ না থাকায় অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতো এবং কার্ড পেমেন্টে প্রতিনিয়ত নানান ডিসকাউন্ট থাকলেও ক্যাশ অন ডেলিভারিতে কোনোপ্রকার ডিসকাউন্ট বা ছাড় না থাকায় বেশ সংখ্যক গ্রাহক এই অফারগুলো থেকে বঞ্চিত হতো।

কিছু মাস আগে বাংলাদেশের সকল গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশের পেমেন্ট মাধ্যম ‘বিকাশ‘ কে নিয়ে ফুডপ্যান্ডায় নিয়ে আসে এবং বিভিন্ন ছাড় দিয়ে শুরু করে বিকাশের মাধ্যমে ফুডপ্যান্ডার যাত্রা।

এখন গ্রাহকরা বিকাশের মাধ্যমে ফুড এবং গ্রোসারি পণ্য অর্ডার করতে পারবে বিকাশ পেমেন্টের মাধ্যমেই এবং উপভোগ করতে পারবে বিশাল বিশাল ছাড়!

অফারটির বিস্তারিতঃ

ফুড অর্ডার..

ডিসকাউন্টঃ সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট।

ভাউচার লিমিটঃ একজন গ্রাহক অফারটি ১ বার নিতে পারবেন।

অর্ডার লিমিটঃ গ্রাহককে অফারটি পেতে ন্যূনতম ২০০ টাকার অর্ডার করতে হবে।

অফারটি কারা নিতে পারবেঃ অফারটি শুধুমাত্র তারাই নিতে পারবে যারা নতুন কাস্টমার এবং পূর্বে কোনো অর্ডার করে নি।

অফারের মেয়াদঃ ৩১ অক্টোবর, ২০২১

দ্বিতীয় ফুড অর্ডারের ভাউচারঃ

ভাউচার কোডঃ BKASHFOOD

ডিসকাউন্টঃ প্রতি অর্ডারে ৭৫ টাকা করে ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট।

ভাউচার লিমিটঃ একজন গ্রাহক অফারটি ২ বার নিতে পারবেন।

অর্ডার লিমিটঃ গ্রাহককে অফারটি পেতে ন্যূনতম ২৫০ টাকার অর্ডার করতে হবে।

অফারটি কারা নিতে পারবেঃ অফারটি যেকোনো পুরাতন / নতুন কাস্টমার নিতে পারবেন।

অফারের মেয়াদঃ ৩১ অক্টোবর, ২০২১

গ্রোসারি অর্ডারে বা Pandamart অর্ডারের ভাউচারঃ

ভাউচার কোডঃ BKASHMART

ডিসকাউন্টঃ প্রতি অর্ডারে ৭৫ টাকা করে ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট।

ভাউচার লিমিটঃ একজন গ্রাহক অফারটি ২ বার নিতে পারবেন।

অর্ডার লিমিটঃ গ্রাহককে অফারটি পেতে ন্যূনতম ৩০০ টাকার অর্ডার করতে হবে।

অফারটি কারা নিতে পারবেঃ অফারটি যেকোনো পুরাতন / নতুন কাস্টমার নিতে পারবেন।

অফারের মেয়াদঃ ৩১ অক্টোবর, ২০২১

এই অফারের শর্তাবলীঃ

  1. ফুডপ্যান্ডার গ্রাহকরা foodpanda – এর ওয়েবসাইট এবং foodpanda অ্যাপের মাধ্যমে অফারটি নিতে পারবে।
  2. শুধুমাত্র বিকাশের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। (বিকাশ অ্যাপ বা USSD ডায়ালের মাধ্যমে পেমেন্ট করলে অফারটি প্রযোজ্য না)
  3. ফুডপ্যান্ডার গ্রাহকরা ডিসকাউন্ট সাথে সাথে তাঁদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
  4. উক্ত অফারটি পেতে হলে বিকাশ গ্রাহকদের বিকাস একাউন্টটি সচল এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।
  5. ফুডপ্যান্ডার গ্রাহকরা সফল অর্ডার করার মাধ্যমেই বিকাশ থেকে ডিসকাউন্টটি পাবেন।
  6. যদি ফুডপ্যান্ডা তাদের গ্রাহকদের সঠিকভাবে পণ্য বা খাবার ডেলিভারি করতে না পারে সেক্ষেত্রে বিকাশ দায়ভার নিবেনা, বিকাশ শুধুমাত্র গ্রাহকদের পেমেন্ট সেবা দিয়ে থাকে। ফুডপ্যান্ডা যদি সেই পণ্যের বা খাবারের মূল্য গ্রাহকদের ফেরত দেয় তাহলে বিকাশ সেই নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ডিসকাউন্ট পূর্নবহাল করতে বাধ্য নয় এবং গ্রাহক ডিসকাউন্ট গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  7. ফুডপ্যান্ডার গ্রাহকরা যদি ভুল করে পেমেন্ট করে ফেলেন তাহলে ফুডপ্যান্ডার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

আরো পড়ুনঃ আম্বার আইটি অ্যাপে বিকাশের মাধ্যমে রিচার্জ করে ২০% ক্যাশব্যাক নিয়ে নিন

কীভাবে গ্রাহক foodpanda – অ্যাপে বিকাশ একাউন্ট যুক্ত করবেন?

  • প্রথমে গ্রাহককে পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি ‘Cart‘ – এ এড করতে হবে।

 

  • Cart – এ এড করা হয়ে গেলে ডিসকাউন্টের লিমিটের মধ্যে মূল্য ঠিক রেখে ‘View your cart‘ – এ ক্লিক করতে হবে।

 

  • Apply a voucher‘ – এ ক্লিক করে ভাউচার বসাতে হবে এরপর ‘Apply Code‘ – এ ক্লিক করতে হবে।

 

  • Review payment and address‘ এ যেতে হবে। এরপর গ্রাহকের বাসার এড্রেস দিতে হবে।

 

  • এরপর ‘Payment method‘- এ গিয়ে bKash সিলেক্ট করতে হবে।

 

  • এখন ‘Place order‘ এ ক্লিক করতে হবে। এরপর গ্রাহককে বিকাশের পেমেন্ট গেটওয়ে-তে রিডাইরেক্ট করবে।
  • শর্ত ও নিয়মাবলীতে সম্মতি দিন ও বিকাশ একাউন্ট নাম্বার, ওটিপি ও বিকাশ-এর পিন নাম্বার দিন।
  • আপনার একাউন্টটি সেভ করা হয়ে যাবে।
  • foodpanda অ্যাপ-এ বিকাশ একাউন্ট যুক্ত করা হয়ে গেলে আপনাকে নিশ্চিত করতে হবে যে default payment method হিসেবে bKash সিলেক্ট করা রয়েছে।
  • এরপর অর্ডার প্লেস করুন, স্বয়ংক্রিয়ভাবেই পেমেন্ট বিকাশ হয়ে যাবে।

প্রয়োজনে ভিডিওটি দেখতে পারেনঃ

Leave a Reply