আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফেইসবুকের মতো ইনস্টাগ্রামের ডাটা ডাউনলোড করতে হয়।  ডাটা request পাঠালে ৪৮ ঘন্টার ভিতরে আপনাকে মেইল করে ডাউনলোড অপশন দেওয়া হবে।  অনেকের গুরুত্বপূর্ণ ডাটা থাকে যদি কোন কারণে হ্যাক বা disabled হয়ে যায় তখন তো আপনার ডাটা গুলো আর পাচ্ছেন না। তাই ফেইসবুকের  মতো করে যদি ডাটা ডাউনলোড করা যায় তাহলে কত না ভালো হয় তাই আমি দেখবো কিভাবে ডাউনলোড করতে হয়।

প্রথমে আমরা প্রোফাইলে চলে যাবো।

এখন আমরা settings ক্লিক করবো ।

এখন আমরা privacy and security চলে যাবো ।

এখন দেখতে পাচ্ছেন Data download অপশন দেখতে পারবেন।

 

এখন আপনি কোন ফরমেটে ডাটা গুলো ডাউনলোড করবেন সেই ফরমেট সিলেক্ট করে next ক্লিক করবো।

 

 

এখন পাসওয়ার্ড দিয়ে request download ক্লিক করবো।  আপনাকে মেইল করে জানিয়ে দিবে ৪৮ ঘন্টার মধ্যে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন । ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।

 

YouTube

Facebook

 

One thought on "ফেইসবুকের মতো কিভাবে ইনস্টাগ্রামের সকল ডাটা ডাউনলোড করবেন দেখে নিন। না দেখলে মিস করবেন।"

  1. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ ?

Leave a Reply