Realme launches Narzo 50 in Bangladesh at an attractive price

 

উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিসপ্লে ও চমকপ্রদ প্রযুক্তির সমন্বয়ে রিয়েলমি বাজারে নিয়ে এসেছে রিয়েলমি নারজো ৫০। গতকাল রোববার দেশের বাজারে আসা দুর্দান্ত দামের নারজো ৫০-তে রয়েছে সেরা মানের প্রসেসর ও ডিসপ্লে। এ বাজারদরে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এ মূল্য পরিসরে এটি বাজারের অন্যতম সেরা গেমিং ফোন।

স্মার্টফোনটিতে রয়েছে এ সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হেলিও জি৯৬। গত জেনারেশনের তুলনায় হেলিও জি৯৬ ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্স প্রদান করে। এটি ২.০৫ গিগাহার্টজ ক্লক স্পিডে দুইটি কর্টেক্স-এ৭৬ কোর ও ছয়টি কর্টেক্স-এ৫৫ কোরের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এখন পর্যন্ত হেলিও জি৯৬ এই সেগমেন্টের একমাত্র প্রসেসর, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে সাপোর্ট করে।

উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিসপ্লে ও চমকপ্রদ প্রযুক্তির সমন্বয়ে রিয়েলমি বাজারে নিয়ে এসেছে রিয়েলমি নারজো ৫০। গতকাল রোববার দেশের বাজারে আসা দুর্দান্ত দামের নারজো ৫০-তে রয়েছে সেরা মানের প্রসেসর ও ডিসপ্লে। এ বাজারদরে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এ মূল্য পরিসরে এটি বাজারের অন্যতম সেরা গেমিং ফোন।

স্মার্টফোনটিতে রয়েছে এ সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হেলিও জি৯৬। গত জেনারেশনের তুলনায় হেলিও জি৯৬ ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্স প্রদান করে। এটি ২.০৫ গিগাহার্টজ ক্লক স্পিডে দুইটি কর্টেক্স-এ৭৬ কোর ও ছয়টি কর্টেক্স-এ৫৫ কোরের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এখন পর্যন্ত হেলিও জি৯৬ এই সেগমেন্টের একমাত্র প্রসেসর, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে সাপোর্ট করে।

শক্তিশালী হার্ডওয়্যার ও ফিচারের ফোনটি মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকা বাজারদরে পাওয়া যাচ্ছে। ফোনটি স্পিড ব্লু ও স্পিড ব্ল্যাক দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে। গেমপ্রেমীদের জন্য ফোনটি এবারের ঈদের সবচেয়ে সেরা উপহার।

2 thoughts on "রিয়েলমি নারজো ৫০ ; নতুন চমক"

  1. Tony Contributor says:
    Ips display
    mediatek soc
    single fire speaker
    without ultrawide lens ?
    far better choice redmi note 11
  2. Nabid NK Author says:
    Sir apnar display somporke dharona kom noytaw IPS display k vlo blen
    better choice redmi note 11

Leave a Reply