স্মার্টফোনের জন্য ক্ষতিকারক
হতে পারে দেশের
বাজারে প্রাপ্ত
স্যামসাং মেমোরি কার্ড।
বাংলাদেশে স্যামসাং কোন
পরিবেশন করে না। অথচ দেশের
বাজারে পাওয়া যাচ্ছে স্যামস
মেমোরি কার্ড!
দেশের
প্রযুক্তি বাজারে ছড়িয়ে পড়েছ
স্যামসাংয়ের নাম ব্যবহার
করা জাল মেমোরি কার্ড।
ফলে স্যামসাং ব্র্যান্ডের নাম
ব্যবহার
করে বিক্রি হওয়া মেমোরি কার্
কিনে প্রতারণার শিকার হচ্ছেন
ক্রেতারা।
দেশের সর্ববৃহৎ

কম্পিউটার বাজার এলিফ্যান্ট
রোডের মাল্টিপ্লান মার্কেট
থেকে ‘স্যামসাং মাইক্রো এসড
কিনে প্রতারণার শিকার
হওয়া ভুক্তভোগীদের অভিযোগ,
মেমোরি কার্ডের গায়ে ১৬
জিবি লেখা থাকলেও
ব্যবহারের সময় দেখা গেছে এর
স্টোরেজ আসলে ১০ জিবি। এ
ছাড়া, ৮ জিবি ও ৩২
জিবি মেমোরি কার্ডগুলোতেও
সঠিক পরিমাণ স্টোরেজ নেই।
‘ক্লাস ১০’-এর মেমোরি কার্ড
বলা হলেও প্রকৃতপক্ষে তা ‘ক্লাস
৪’-এর চেয়েও কম গতিসম্পন্ন।
এ প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ
বলেন, কিছু অসাধু
ব্যবসায়ী স্যামসাংয়ের নাম
ব্যবহার করে এই অপকর্ম
চালিয়ে যাচ্ছে।
প্রতিরোধে ক্রেতাদের সচেতন
থাকতে হবে।
জাল মেমোরি কার্ড
স্মার্টফোনের মাদারবোর্ডের
জন্যও ক্ষতিকর। তাই যাচাই
করে মেমোরি কার্ড
কেনা এবং অরিজিনাল
মেমোরি কার্ড ব্যবহারের
পরামর্শ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক
ও সেবাদাতা প্রতিষ্ঠান
কম্পিউটার সোর্স কর্তৃপক্ষের।
find me on fb

10 thoughts on "বাজারে থাকা Samsung মেমোরি কার্ড থেকে সাবধান !! (warning)"

  1. Deru Contributor says:
    Tnx,vaia…আপনাকে অসংখ্য ধন্যবাদ|
  2. হু হা হা হা
    .
    ৬ মাস ধরে চালাইতেছি। নো প্রবলেম, নো সমস্যা!
    1. Parbej Mac Contributor Post Creator says:
      তোমার সমস্যা হয়নি বলে আরেকজনের সমস্যা হবেনা এমন কোনো কথা নেই
  3. AN Asraf Contributor says:
    thanks for your inform
  4. Parbej Mac Contributor Post Creator says:
    tn,x to all
  5. Shakib.Asha Author says:
    মুর্খ নাকি?মেমোরি কার্ড কনই ফোনের জন্য ক্ষতি কর নয়।সেটা জাল হোক আর ন্ষ্ট হোক আর দামি হোক
  6. Parbej Mac Contributor Post Creator says:
    কুকুরে যদি কামড় দেয়,ফিড়িয়ে কুকুর কে কামড় দেওয়া যায়না।কথাটা বুঝে নিয়.
    mind it………
  7. Tutul Reza Contributor says:
    upay nai vaya kom dame pele Banglar oneke alkatra khai.
    seta valo na kharap seta dekhar nai.

Leave a Reply