প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি
সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে।আশা করি সকলের ভালো লাগবে
Like me my Fb page
____________________________________________
অনলাইনের এ যুগে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ই-
মেইল। অফিস আদালত থেকে শুরু করে ব্যক্তিগত কাজেও মেইলের ব্যবহার বাড়ছে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে সময় কোনো মেইল ওপেন করতে হবে। কিন্তু দেখা গেল ইন্টারনেট নেই। তাহলে উপায়? ইন্টারনেটের সংযোগ আবার চালুর জন্য অপেক্ষা করার মতো সময়ও নেই। তখন কি হবে? উপায় অবশ্য একটি আছে।জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইলে রয়েছে অফলাইন সুবিধা। অফলাইন সুবিধা ব্যবহার করে ইন্টারনেট না থাকলেও জিমেইল ব্যবহার করা সম্ভব। বেশিরভাগেরই জানা নেই এ ফিচারের কথা। তাদের জন্য এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো অফলাইনে জিমেইল ব্যবহারের টিপসটি।
____________________________________________
প্রথমে ক্রোম ব্রাউজার ইন্সটল করতে হবে। যদি ইন্সটল না থাকে
এ ঠিকানা থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
_______________
এরপর এ ঠিকানায় যেতে হবে। তারপর Add to Chrome-এ ক্লিক করতে
____________________________________________
এরপর ওপরে ডান পাশ থেকে Visit Website-এ ক্লিক করতে
হবে।
তারপর নতুন পেইজ এলে Allow offline mail নির্বাচন করে
Continue-এ ক্লিক করতে হবে। তাহলে অফলাইন মোডে জিমেইলের ইনবক্স দেখা যাবে। এ পেজই হলো অফলাইন মোডে জিমেইল। সম্পূর্ণ জিমেইল অর্থাৎ ইনবক্স, আউটবক্স, সেন্ট মেইল, ড্রাফ্টস, ক্যালেন্ডার, ডকস, স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে ওপরে বাম পাশে Menu ক্লিক করতে হবে। তাহলে ইন্টারনেট ছাড়াও কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করুন অফলাইনে জিমেইল সেবা।
________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com
3 thoughts on "এবার ইন্টারনেট ছাড়াই আপনার কম্পিউটার দিয়ে ইচ্ছামত ব্যাবহার করুন জিমেইল।"