বিশ্বের সবচাইতে View হয় এমন প্রথম
তিনটি সাইটের একটি হল Youtube .
Youtube-এর নাম শোনেননি এমন
কাউকে হয়ত খুজে পাওয়া দুষ্কর।
2005 সালে 23 April ইউটিউব যাত্রা
শুরু করে। কয়েক বিলিয়ন ভিডিও’র
মালিক এখন Youtube .
কিন্তু আপনি কি জানেন Youtube
থেকে আয় করা যায় ??
আজকের টিউনে আমি সেটাই
আপনাদের দেখাব।
ইউটিউব থেকে আয় করতে যা
লাগবেঃ
1. Camera
2. Youtube account
3. Google Adsense Account (১৮
কিংবা তার বেশি বয়স হতে হবে)
4. Computer বা Mobile বা অন্য
কিছু, যার দ্বারা আপনি Youtube-এ
ঢুকবেন।
5. Regular Video Upload
এখন আমরা ধাপে ধাপে কাজগুলো
শিখে নিবঃ

Youtube Account তৈরি




* Youtube -এ প্রথমে Account
খুলুন। যদি আগে থেকেই Account
থাকে তবে ওটাই ব্যবহার করতে
পারেন।

* আপনার Channel খুঁজে পেতে
Keyword ব্যবহার করুন।

* আপনার Account-এর সঠিক ধরণ

নির্বাচন করুন। (যেমনঃ যদি
Movie নিয়ে কাজ করেন Director
Account দিন)

* Username অবশ্যই ছোট রাখুন,
এতে দর্শক মনে রাখতে পারবে।

Video Upload করা



* Account-এ প্রথমে Sign in করুন।
এরপর উপরে দেখুন UPLOAD লেখা
আছে। সেখানে ক্লিক করে Video
Upload করুন।

যেই বিষয়গুলো মনে রাখবেনঃ
“”””””””””””””””””””””””
* Video’র Quality যেন ভাল হয়
(আমি বলতে চাইছি, আলতু-ফালতু
Video দিবেন না

* Video যেন খুব বেশি বড় না হয়
Account Type-এর দিকে লক্ষ
রেখে Video upload করবেন।

*ভাল Software-এর সাহায্যে
Video Edit করলে ভাল হয়।

এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়।
* Youtube-এ কিছু Friend তৈরি
করে ফেলুন।

* দর্শকদের টিউমেন্ট করতে বলুন।
নিজে টিউমেন্টের Reply দিন।

Youtube-এর Partner হয়ে যান



হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি
Youtube-এর Partner হলে কিছু
এক্সট্রা Facility পাবেন, যা আপনার
আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা
রাখতে পারে।

Google Adsense



প্রথমেই Google adsense -এর কথা
বলেছিলাম। ওরা আপনার বয়স বেঁধে
দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার
চেয়ে কমবয়সীরা Allowed না।

Video’র Market বাড়িয়ে দিন


Video শুধু Youtube-এ রাখলেই
হবে ?? না, হবে না।
পুরো ইন্টারনেট-এ ছড়িয়ে দিন।
আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব
জায়গায় Video শেয়ার করুন।

কিছু কার্যকরী টিপস


* Regular ভিডিও আপলোড করবেন।
* Tag নির্বাচন করবেন
* সঠিকভাবে।
ভিডিও description যেন
প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে
লক্ষ রাখবেন।
* দর্শকের পছন্দ-অপছন্দ কে
প্রাধান্য দিন।
* দর্শকের রুচি অনুযায়ী ভিডিও
আপলোড করুন।
* Camera ব্যবহারের দক্ষতা
বাড়াতে হবে।
আপনাকে প্রচুর সময় দিতে হবে।
ভা‌লো লাগ‌লে বি‌জিট
MY SITE CLICK NOW
and
ফেসবু‌কে আমি

7 thoughts on "কিভাবে Youtube থেকে আয় করবেন ?? আসুন জেনে নিই খুঁটিনাটি A to Z আর আয় করা শুরু করি।"

  1. podatikk Contributor says:
    plzz..help….ami amr fb group a 20000 frnd add kmne korbo….kisu kisu lok ase jara member sell kore
  2. Nuruzzaman Murad Contributor says:
    onek jhokki zamela
  3. Nahidalnasir Contributor says:
    ki Boss income korbo kibabaa?
  4. Md Masum Bellah Author says:
    আরে বেডা, তুইতো আসল কথাই বলোসনাই। তগরে কে কয় এইসব পোষ্ট করতে.??
  5. arjooahmed Contributor says:
    Payment pabo kivabe?
  6. Ismile Contributor says:
    hete kotw pay
  7. taufik ahamed Contributor says:
    kintu ami adsense ki vabe nibo adsense dite to deri hobe

Leave a Reply