অনেকেই আছে গুগল ক্রোমে একই সময়ে শ’খানেক ট্যাব খুলে কাজ করতে ভালোবাসেন। আবার ট্যাব খুলে না রাখলেও অনেক সময় দরকারি পেজটি হারিয়ে যায় বা খুঁজতে সময় লাগে।
অনেকেই আছে গুগল ক্রোমে একই সময়ে শ’খানেক ট্যাব খুলে কাজ করতে ভালোবাসেন। আবার ট্যাব খুলে না রাখলেও অনেক সময় দরকারি পেজটি হারিয়ে যায় বা খুঁজতে সময় লাগে। আর এই কাজটি যারা করে থাকেন তারা হয়তো খেয়াল করে থাকবেন এই ট্যাবগুলো আপনার ল্যাপটপের ব্যাটারি দ্রুত খেয়ে ফেলছে। চলমান ওয়েবপেজগুলো মেশিনের জন্য ক্ষতিকর। বিশেষ করে এগুলো যদি হয় মেমোরি নির্ভর।
ওয়েব ডেভলপার প্রিমোজ সিগলার গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার ব্যবহার করে মেশিনের পাওয়ার বাঁচানোর উপায় দেখিয়েছেন। তাই ট্যাবগুলো পুরোপুরি হারিয়ে যেতে না দিয়ে আবার মেশিনের কার্যক্ষমতা হ্রাস না করে যা করতে পারেন-
- ক্রোম ব্রাউজার ওপেন করে ডান পাশের ‘Settings’ অপশনে যেতে হবে।
- এরপর স্ক্রল করে ‘More tools’ এ গিয়ে ‘Task manager’ এ ক্লিক করতে হবে।
- এখানে ব্রাউজারে চলমান ট্যাবগুলোর একটা তালিকা আসবে। এই তালিকায় আছে ট্যাবগুলোর তথ্য এবং কতটা মেমোরি দখল করে আছে।
- এবার এখান থেকে উপরের বারের মেমোরি বাটনে ক্লিক করে বেশি মেমোরি ব্যবহৃত হওয়া ট্যাব বাছাই করে নিতে পারেন।
- ‘End process’ এর মাধ্যমে কিছু মেমোরি খালিও করে নিতে পারেন আর পরে তা চাইলে রিফ্রেশ করে নিলেই হবে।
One thought on "গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার দিয়ে ল্যাপটপের ব্যাটারি লাইফ দ্বিগুণ করার উপায়"