পরিধেয় প্রযুক্তি পণ্য জগতে প্রবেশ করলেন মার্কিন ডিজাইনার মাকেল কর্স। মাইকেল কর্স পুরুষ এবং নারীর জন্য অ্যান্ড্রয়েড চালিত দুটি স্মার্টওয়াচ জনসম্মুখে উন্মোচন করেছে। পুরুষদের জন্য গোল্ড প্লেটেড এবং নারীদের জন্য স্পোর্টি ব্লাক রঙের স্মার্টওয়াচগুলোর বাজারমূল্য রাখা হয়েছে ৩৯৫ মার্কিন ডলার।
স্মার্টওয়াচগুলো গুগলের পরিধেয় প্লাটফর্ম অ্যান্ড্রয়েড ওয়্যারে চলবে। সুতরাং স্মার্টওয়াচগুলো আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে সিঙ্ক করা যাবে। ঘড়িটির প্রধান ফিচারগুলোর মধ্যে ডিসপ্লে ফেসেস, পরিবর্তনযোগ্য লেদার, অ্যাপ নোটিফিকেশন, বিল্ট-ইন ফিটনেস ট্রাকার এবং গুগল ভয়েস কমান্ড সাপোর্টেড ফিচার আছে। ঘড়িটি চলতি বছরের মাঝামাঝিতে বাজারে মুক্তি পাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া