বাংলাদেশের স্বাধীনতা দিবস
উপলক্ষে ২৬ মার্চ মধ্যরাত থেকে
মূল পাতায় বাংলাদেশের
ব্যবহারকারীদের জন্য ডুডলটি
প্রকাশ করে গুগল। লাল-সবুজে গুগল
লেখা এবং মধ্যে গোল বৃত্তে
সেতুর ছবি ছিল তাতে। ২০১৩ সালে
প্রথমবারের মতো

বাংলাদেশিদের জন্য ডুডল প্রকাশ
করেছিল প্রতিষ্ঠানটি। সেও ছিল
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই।

ফেসবুকেও ছিল একই রকম আয়োজন।
সব বাংলাদেশির নিউজফিডের
শুরুতে স্বাধীনতা দিবসের
শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের পতাকা
উত্তোলনের ছবি এবং তার নিচেই
সব বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ ও
সমৃদ্ধি কামনা করে বার্তা লেখা

ছিল।

২৪ ঘন্টা সংবাদ ও সপ্তাহে ৭ দিন টিপস ও ট্রিকস পেতে এখানে

Leave a Reply