ইউটিউব থেকে খুব দ্রুত গান বা ভিডিওডাউনলোড করতে পারছেন না? ডাউনলোডার দিয়ে আপলোড করতে হচ্ছে? এখন অনেক সহজেই, ডাউনলোডার ছাড়া গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোডকরতে পারবেন।

১। প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।
২। সেই গান বা ভিডিওটি চালান। এর পর ইউআরএল youtube.com-এ গিয়েyoutube শব্দটি থেকে শেষ তিনটি লেটার ube ডিলিট করে দিন। সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন yout.com-এ।৩। একটা নতুন পেজ ওপেন হতেই ভিডিও বাগানের ফরম্যাটের(mp3/mp4) একটি অপশন আসবে। সেই সঙ্গে কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচেলাল রঙের একটা ডট থাকবে। ওখানে গিয়ে ক্লিক করলেই গান বাভিডিও ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে।
ফেসবুকে আমার পেজ
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন ধন্যবাদ।

4 thoughts on "ডাউনলোডার ছাড়াই ইউটিউবে দ্রুত ডাউনলোডের উপায়"

  1. HD SOHAG SR Contributor says:
    hoba to vai
  2. trickbdd Subscriber says:
    ami kono jamela chara kobe thekei to youtube video download dei tao bivinno format 3gp 144p 260p mp4 144p 260p etc 3gp 144p download dite 20 minitue er video download dile 14mb er moto lage aro valo maner 3gp 260p mp4 download dile aro besi mb lage.temon kono jamela kora lage na kintu bolbo na.
    1. yaasin vai Contributor says:
      vai. amak bolen….ami amr phoner youtube theke download korte pari na
  3. sakhawat hosain Contributor says:
    ভাই এই টা তো ভিডিও লিস্ট আসে তার বিপরিত পাশে চিহ্ন এর উপর ক্লিক করলে Online save করা জায়।।।।

Leave a Reply