আমার এই টিউন টা সম্পর্কে হয়তো অনেকেই জানা থাকতে পারে।।।।। আর যদি জেনে থাকেন তো দেখে নিন কিভাবে খাবার আলু দিয়ে লাইট জ্বালানো বা ডিছি লাইনের কোন কিছু চালানো যায়।।।।
এটা আগে কখনো কেউ চিন্তা করেছেন কি।
তৈরি করতে যা যা লাগবে→ ১…খাবার আলু – এখানে একটু কথা আছে ( একটু কস্ট করে হলেও সমান সাইজের আলু নেবার চেস্টা করবেন একটু আধটু ছোট বড় হলে সমস্যা নাই কিন্তু খুব বেশি ছোট বড় না হয়ে যায় সেদিকে খেয়ান রাখবেন)
→২….তামার পাত
→৩…লোহার পেরেক
→৪….কিছু তার ( খুব বেসি মোটা তার নেবার প্রয়োজন নাই মিডিয়াম সাইজের মোটা হলেই হবে)
**এবার কি ভাবে কাজ করবেন
এবার নিচের চিত্রের ন্যায় সংযোগ দিন।
→তামার পাত এখানে (+) পজেটিভ টার্মিনাল আর লোহার পেরেক/ দস্তার পাত এখানে (-) মাইনাস টার্মিনাল। যখন প্রথম আলু থেকে দ্বিতীয় আলুতে জয়েন্ট দিতে হবে তখন তার এর একটির (+ ) আর অন্যটির( – ) পয়েন্ট জয়েন্ট দিতে হবে আর এই ভাবে আলুর পরিমান বাড়িয়ে ভোল্ট আরও বাড়ানো যাবে।
→(উদাহরন : আগে লাইটের ভিতর যেভাবে ১.৫ ভোল্ট এর ব্যাটারী প্রবেশ করানো হত)
এবার যে লাইন ২টি বের হল তা হলো আউটপুট লোড এই যেকোন (এলইডি বাতি, ঘড়ি) সাথে যুক্ত করুন আর দেখুন মজা।
আরো সুন্দর সুন্দর টিউন পেতে আমার সাইট BDMou.xYz
☺