সবাই প্রথমে আমার সালাম নিবেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি,, চলুন বেশি কথা না বলে কাজে নেমে পরি।

এই টিউন টা ফাস্ট ফেসবুকে পাইছিলাম পরে নিজে ট্রাই করছি কার্যকর টিউন তাই আমি ট্রিকবিডিটে সেয়ার করলাম।কারো কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন আমি আমার মতো করে সমাধান করার চেস্টা করবো

সুন্দরভাবে টিউন টা বুঝানোর জন্য একটু বড়ো হলো টিউন টা।

IPS তৈরি করার টাকা নাইতো কি হয়েছে ।তাই বলে অন্ধকারে থাকবো নাকি ? Fan না চলুক লাইট তো জ্বালাতে পারবো । আসুনতৈরি করি মাত্র 300 টাকায় মধ্যেই সব কম্পিলিট হবে।।

কিভাবে ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট ।

প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন ।আজ জারা মোটেও জানেন না একটু চেস্টা করুন,,, যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।কম্মেন্ট এ জিজ্ঞাসা করে নিবেন যথাসাধ্য চেস্টা করবো।।

আর একটা কথা বলে রাখি আমি এই কাজ গুলি একদিনে করিতে পারি না তাই ভিডিও টিউটোরিয়াল বানানো সম্ভব হয় না তাই ভিডিও ভিডিও কইরা আমার মাথা খারাপ বানাবেন্না কেউ সমস্যা হলে কমেন্ট করবেন আমি চেস্টা করবো বুঝানোর

বাজারে ছোট বড় অনেক ধরনের LED চার্জার লাইট পাওয়া যায় । বাজারের LED চার্জার লাইট এবং এই LED চার্জার লাইটের মধ্যে পার্থক্য রয়েছে,

১। ব্যাকআপ :
বাজারেরটাতে ১ – ১.৫ ঘন্টা কিন্তু এটাতে ৬-৭ ঘন্টা ।

→২। আলো : বাজারেরটা থেকে এটাতে আলো তুলনামূলক বেশি হবে।

→৩। সময় : বাজারেরটাতে full চার্জ হতে সময় লাগে ৮ – ১০ ঘন্টা তারউপর বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে full চার্জ হতে আরো বেশি সময় লাগে কিন্তু এটাতে full চার্জ হতে সময় লাগে ১.৫ – ২ ঘন্টা, বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলেও full চার্জ হতে সময় লাগে একই মাত্র ১.৫ – ২ ঘন্টা।

→৪। ইনডিকেটর : বাজারেরটাতে চার্জিং ইনডিকেটর আছে কিন্তু চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন না এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন না আর এটাতে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন ।

→৫। স্থায়িত্ব : বাজারেরটাতে অনিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে অল্প দিনেই ব্যাটারী নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে সবচেয়ে নিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে ব্যাটারীর স্থায়িত্ব অনেক বেশি ।

লাইটি তৈরি করতে যা প্রয়োজন

১। একটি মোবাইল ব্যাটারী 150-210 টাকা
২। একটি জ্যাক হোল্ডার 3 টাকা
৩। একটা C828 মডেলের ট্রানজিস্টর 2 টাকা
৪। একটি IN4007 মডেলের ডায়োড 1 টাকা
৫। একটি Push on off সুইচ 8 টাকা
৬। দুইটি রোধ – 2.2 ওহম এবং 220 ওহম 1 টাকা

৭। একটি ইনডিকেটর LED1 টাকা
৮। 20টি উজ্জল আলোর LED 30 টাকা
৯। একটি ছোট ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ড বা ব্যারো বোর্ড —— 25 টাকা
১০। এক গজ লীড 15 টাকা
১১। একটি মোবাইল ব্যাটারী কানেক্টর (যদি মন চায় না পাইলে থাক) 8 টাকা

পর্যায়ক্রমে ফটো গুলো দেখুন কম্পিউটারে আর্ট করা ডায়াগ্যাম মডেল টা দ্যাখেন একবার তাহলে আরো সহজ হবে। এবার যেভাবে কাজ করবেন কার্যপদ্ধতি :

১। উজ্জল আলোর 20 টি LED নিয়ে ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ডে সুন্দর করে সেট করে সোল্ডারিং করুন । এক্ষেত্রে মনে রাখবেন যে LED এর দুটি পায়ের মধ্যে লম্বা পা টি হচ্ছে ব্যাটারী + বা P টাইপ আবার ছোট পা টি হচ্ছে ব্যাটারী – বা N টাইপ । সোল্ডারিং করার পর কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে LED এর পা গুলোর বাড়তি অংশ কেটে ফেলে দিন । শুধু মনে রাখবেন যে LED এর কোনটি ব্যাটারী + বা P টাইপ এবং কোনটি ব্যাটারী – বা N টাইপ ।

২। তারপর সুবিধা মত জায়গা নির্বাচন করে সুইচ, জ্যাক হোল্ডার, ট্রানজিস্টর, ডায়োড,রোধ, ইনডিকেটর LED, ইত্যাদি সার্কিট বোর্ডে বসিয়ে সোল্ডারিং করুন ।
মোবাইল ব্যাটারী কানেক্টরটি সার্কিট বোর্ডে এর পেচনের সাইডে বসিয়ে এমন ভাবে সোল্ডারিং করবেন যাতে মোবাইল ব্যাটারী সুন্দর করে বসানো যায় এবং মোবাইল ব্যাটারীটি মোবাইল ব্যাটারী কানেক্টরের সাথে ভাল ভাবে আটকে থাকে । কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে ট্রানজিস্টর, ডায়োড, রোধ এর পা গুলোর উপরন্ত অংশ কেটে পেলুন ।

৩। সার্কিট ডায়াগ্রাম দেখে সুইচ, জ্যাক হোল্ডার, ট্রানজিস্টর, ডায়োড, রোধ, ইনডিকেটর LED, মোবাইল ব্যাটারী কানেক্টর এবং উজ্জল আলোর LED গুলোর মধ্যে সংযোগ স্থাপন করুন । এক্ষেত্রে আপনি আলাদা তার বা LED এর কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে কাটা অংশ গুলোর সহযোগিতা নিতে পারেন । আমার মনে হয় LED এর কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে কাটা অংশ গুলো দিয়েই সংযোগ স্থাপন করা ভাল এবং টেকসই হবে ।সার্কিট ডায়াগ্রাম সম্পর্কিত

গুরুত্বপূর্ণ তথ্যবলি

১। Light Section : এর কাজ হচ্ছে সুইচিং এর সাহায্যে Light On Off করা ।ব্যাটারী কানেক্টর, সুইচ, 2.2 ওহম রোধ এবং 20টি উজ্জল আলোর LED নিয়েই এ Section তৈরি হয় ।সমান্তরালে থাকা 20টি উজ্জল আলোর LED সাথে ব্যাটারী কানেক্টর (ব্যাটারী), সুইচ, 2.2 ওহম রোধ শ্রেনীতে যুক্ত থাকে ।

২। Charge Section :এর কাজ হচ্ছে নোকিয়া চার্জার দিয়ে ব্যাটারী চার্জ করা ।একটা C828 মডেলের ট্রানজিস্টর, একটি IN4007 মডেলের ডায়োড, একটি ইনডিকেটর LED, ব্যাটারী কানেক্টর এবং জ্যাক হোল্ডার নিয়ে এটা তৈরি হয় । অংশটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে LED টি চার্জ হওয়া ইনডিকেইট করবে । Full চার্জ হলে LED নিবে যাবে । আবার ব্যাটারী কানেকশানে বা চার্জ কানেকশানে কোন সমস্যা থাকলে LED টি জ্বলবে না । যখনি সব কানেকশানে Ok থাকবে তখনি LED টি জ্বলবে ।

কিছু পরামর্শ মানার মতোই:

১। মোটামুটি সবগুলো যন্ত্রই ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন । শুধুমাত্র মোবাইল ব্যাটারী কানেক্টর এবং মোবাইল ব্যাটারী মোবাইলের যন্ত্রপাতি বিক্রি করে এমন দোকানে পাবেন ।

২। যদি আপনার কাছে আগের কোন মোবাইল ব্যাটারী থাকে তবে নতুন ব্যাটারী কেনার প্রয়োজন নেই । শুধুমাত্র সেই ব্যাটারী মডেল অনুসারে ব্যাটারী কানেক্টর কিনে নিবেন । যদি ব্যাটারী কানেক্টর মিলিয়ে না পান তবে সরাসরি সোল্ডারিং করে ব্যবহার করতে পারেন ।

৩। ব্যাটারী ওয়ারেন্টি না থাকলে মোবাইল ব্যাটারী কানেক্টর ব্যবহার না করলেও হবে, ব্যাটারী সরাসরি সোল্ডারিং করে নিতে পারেন । মোবাইল ব্যাটারী কানেক্টর লাগানোর মূল কারন হচ্ছে ব্যাটারীর ওয়ারেন্টি ঠিক থাকা এবং ইচ্ছে মত অন্য ব্যাটারী ব্যবহার করতে পারা । এক্ষেত্রে আপনি লাইটাকে ব্যাটারীর চার্জার হিসেবেও ব্যবহার করতে পারেন ।

৪। যেকোন ব্রাণ্ডের মোবাইল ব্যাটারী হলে হবে, তবে মনে রাখবেন যে ৬০০ – ৭০০ mA এর ব্যাটারীর জন্য ৫- ৬ ঘন্টা ব্যাকআপ পাবেন । ৮০০-১০০০ mA এর ব্যাটারীর জন্য ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাবেন ।

৫। আপনাকে অবশ্যয় নোকিয়া চার্জার দিয়ে চার্জ করতে হবে । সেক্ষেত্রে অরজিন্যাল নোকিয়া চার্জার হলে ভাল । ১.৫ – ২ ঘন্টার মধ্যে Full চার্জ হবে এবং Full চার্জে ইনডিকেটর লাইট টি off হয়ে যাবে ।

৬। অবশ্যয় আপনি মেড ইন হাঙ্গেরী নামের ঝিঞ্জিরা মোবাইল ব্যাটারী গুলো পরিহার করবেন । কারন এই ব্যাটারী গুলোতে ব্যাকআপ পাবেন কম এবং ব্যাটারী Full চার্জ হলে বুঝতে পারবেন না
( চার্জ ইনডিকেটর লাইট টি off হবে না ) ।

৭। Push on off সুইচ টি যথাসম্ভব ভাল মানের ব্যবহার করুন ।
৮। Light Section এর রোধের মান 2.2 ওহম ব্যবহার করলেও হবে । রোধটি ½ watt হলে ভাল হয় ।

৯। সব কাজ শেষে সার্কিটের পেচনের সাইডে মোটা ঢাল কাগজ দিয়ে প্যাকেজিং করে নিবেন যাতে দেখতে সুন্দর দেখায় এবং ধরতে সার্কিটের খোচা না লাগে ।

সতর্কতা :

১। ডায়োড এবং LED গুলোর N- টাইপ ও P- টাইপ দেখে সঠিক ভাবে সংযোগ করুন ।
২। ট্রানজিস্টরের E, B ও C পাত গুলো সঠিক ভাবে নির্বাচন করে সার্কিটে সংযোগ করুন ।
৩। ব্যাটারীর ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
৪। জ্যাক হোল্ডারের ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
৫। ব্যাটারী দুই লাইন জয়েন্ট হলে গরম হয়ে ব্যাটারী পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত চার্জ হলে ব্যাটারী মোটা হয়ে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে । তাই কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন

ফেজবুকে আটোলাইক নিতে আমার সাইট টি একবার ব্যাবহার করেই দ্যাখুন→অটোলাইক BDLikes.xyZ

29 thoughts on "একবার দেখে নিন মাত্র ৩০০টাকার মতো খরচ করে পুরা ৬ঘন্টার ও বেশি ব্যাকআপ দেয়া চার্যার লাইট বানানোর নিয়ম"

  1. Avatar photo Sojibmiah Contributor says:
    ভাই এইভাবে কিছুই বুঝা যাবে না।।আপনার পোস্ট টা অবশ্যই উন্নত মানের।।একটু কষ্ট করে হলেও ভিডিওটা দিন নাই এই জিনিস করা যাবে না,,
    1. Avatar photo NaZmuL HaQuE Contributor says:
      video dile valo hoto…thnx
  2. Avatar photo Reja BD Author says:
    অনেক কষ্টের পোষ্ট।
    1. Avatar photo Tasnim Akondo Contributor says:
      reja vai pls help
    2. Avatar photo Reja BD Author says:
      আমার পোষ্টটে ফেইসবুক আইডি দেয়া অাছে।

      অখান থেকে মেসেইজ করুন ফেইসবুকে।

    3. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      হ্যা ভাই অনেক কস্টের আর বুজতে পারলেন বলে ধন্যবাদ।
  3. Avatar photo Tasnim Akondo Contributor says:
    techtunes.com.bd theke copy post
    1. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      Not Tectunne Copy…. Tectune Amar Mobail A Visit I Kora Jayna…. R Copy To Porar Kotha
  4. Avatar photo rajib Contributor says:
    খুব কস্টের বাট আপনাকে ধন্যবাদ
    এই রকম পোস্ট আরো চাই
    তবে একটা জিনিস খেয়াল রাখতে যে কার্যক্রম গুলো যেন আরো শর্ট হয়
    1. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ভাই সট করে লিখতে পারতাম কিন্তু এর চেয়ে সট করলে কিছুতো বুঝতেন ই না ঊল্টা আমারে গালাগালি দিতেন।যেহেতু ভিডিও বানানো নাই তাই এভাবে বিস্তারিত লেখা
  5. Avatar photo Hasibor Rahaman Contributor says:
    ব্যটারি কানেক্টর কোথায় পাবো?কতো দাম?
  6. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
    সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সাথে ফেসবুকে অটোলাইক নেয়ার জন্য আমার সাইট টি ব্যাবহার করার দাওয়াত থাকলো সবার
  7. sajib18 Contributor says:
    Led লাইট এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যারো
    বোর্ড এর কোন নিদিষ্ট ছিদ্রে ঢুকাতে হবে নাকি যেকোন ছিদ্রে ঢুকালে হবে??
    1. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      আপনি আপনার সুবিধা মতো যেভাবে ইচ্ছা বসাতে পারেন তবে সে ক্ষেত্রে একটার সাথে আরেক্টার কানেক্ট করাতে একটু জমেলা হতে পারে আর আপনি যদি এই ব্যাপারে একটু এস্কপার্ট হন তাহলে অবশ্যই পারবেন।
  8. Avatar photo kingbelal Contributor says:
    vai akta video den bujtace na
  9. Avatar photo Sofikul Islam Author says:
    nice post.I like it
  10. Avatar photo kingboyy Contributor says:
    nice post bro…..
  11. Avatar photo AlaminFX Author says:
    Vaiya plz ai rokom aro post ami kothay pabo? amon ki nono Android apps ase jekhane aisob new tips thakbe bananor jonno?
  12. mobidul Contributor says:
    vai akti mini ips banonor tips den
    1. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      Okkk Vai Ami Chasta Korbo….Amaka avaba Sobai Akgu Utsahito Korla Amaro Valo Lagya..
    2. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      [url=https://trickbd.com/technology-updates/213931]এই টিউন টা দ্যাখেন[/url] ভাই মিনি IPS বানাতে আমার আগের করা এই টিউন টা একটু দেখতে পারেন।
  13. Avatar photo kingbelal Contributor says:
    vai plz akta video mode kore deen plz akta video share koren plz vai plz
    1. Avatar photo Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ভাই একটা ভিডিও বানাতে হলে আমার আবার সেই শুরুর থেকে সব বানাতে হবে
  14. Avatar photo kingbelal Contributor says:
    vai plz aktu kosto koren a ta to manuser jonno made korce.. ato kosto korcen but jodi akta kosto kore video den onek opukar hobe plz
  15. mobidul Contributor says:
    vai dayagrame a tanjistar ar majh khane “e’ hoy kmn kore, okhane ki,”b, hobe.plz bolen na
  16. mobidul Contributor says:
    vai ans den
  17. Avatar photo অচেনা পাখি Contributor says:
    Nice …computer pix teke all clear hoye geche amar kache

    Tnx

  18. Omar Sharif Sharkar SK SHARIF Author says:
    আমিও পারি,,,, তবুও ধন্যবাদ যারা পারেনা তাদের পক্ষ থেকে

Leave a Reply