ব্যতিক্রমধর্মী কিছু ওয়েবসাইট গুলোকে নিয়ে সাজানো হয়েছে আজকের টিউনটি আশা করি আপনাদের ভাল লাগবে একবার পড়ে দেখুন। 

 
আমরা প্রায় ইন্টারনেটে সময় কাটিয়ে থাকি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করে। তারমধ্যে উল্লেখযোগ্য উদাহরন হিসাবে ধরে নেওয়া যেতে পারে ফেসবুক , টুইটার ইত্যাদি। তবে অনেকে আছেন টেক সাইটগুলো নিয়ে আবার কেউবা পড়ে রয়েছেন মুভি , নাটক অথবা গুগলের জনপ্রিয় ইউটিউব নিয়ে। কারো পছন্দ কবিতা , জোকস আবার অনেকে আছেন শপিং নিয়ে।কেউ রয়েছে ক্রিপ্টকারেন্সি নিয়ে অভিজ্ঞ যারা ব্রাউজিং করে যাচ্ছে ডার্ক অথবা ডীপ ওয়েব নিয়ে।
 
এখানে একটু থামছি অনেকের প্রশ্ন হতে পারে ডার্ক ওয়েব ও ডীপ ওয়েব এগুলো আবার কি?
 
তাদের জন্য বলছি এ নিয়ে ট্রিকবিডিতে একটি টিউন দেখে আসতে পারবেন ধারনা পাওয়ার জন্য

 


ব্যতিক্রমধর্মী ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
 
 
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন এগুলোকে ভিন্ন বলে দাবি করছি আমি ?
আমার মতে উত্তর হতে পারে “ব্যতিক্রম কারন এরকম খুব কম সংখ্যকের দেখা মিলে তাই”।
 
এক এক করে সাইটগুলো উপস্থাপন করছিঃ
 
 
( ১ ) কখনো কি এভাবে ভেবে দেখেছেন সৌরজগৎ এর সাথে যদি নিজেদের তুলনা করি তাহলে আমরা ওগুলোর তুলনায় কত ছোট হয়ে থাকবো।
 
 
 
 নিজেদের কথা বাদ দিলাম সৌরজগৎ এর কাছে আমাদের পৃথিবীটা কতটুকু।
 
 
 
গ্রহ নক্ষত্র গুলো কিভাবে ছরিয়ে ছিটিয়ে রয়েছে বলতে পারবেন। 
 
 
এরকম কিছু অভিজ্ঞতা পাবেন নিচে উল্লেখিত ১ লক্ষ তারা ওয়েব সাইট টি। 
ভিজিট করতে চান তবে নিচের লিংক থেকে ভিজিট করে আসতে পারেন।
ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন অবশ্যই।
 
 
 
( ২ ) আমরা সবাইতো কম বেশী ফেসবুক ব্যবহার করে থাকি তাইনা , কোনদিন কি এভাবে ভেবে দেখেছেন যে  কোন প্রকার কাজের জন্য  আপনাকে শাস্তি হিসাবে পৃথিবীর সকল ফেসবুক ইউজারদের প্রোফাইল ফটো সামনে দিয়ে বলা হলো যে আপনি যদি নিজের প্রোফাইল পিকচার খুজে বের করতে পারেন তবে আপনার শাস্তি মাফ করে দেওয়া হবে তখন আপনি কি করবেন। 
 
না আমি আপনাদের কোন প্রকার শাস্তি দিতে যাচ্ছিনা স্রেফ এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে সত্যিই আপনি চাইলে সকল ফেসবুক ব্যবহারকারীদের মাঝে থেকে নিজেকে খুজে নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন।তবে আমার পরামর্শ একটাই , না খুজলেই ভাল করবেন।
 
 
 
 ( ৩ ) আজকের শেষ ব্যতিক্রমধর্মী সাইটের শেষে যা রয়েছে তা অনেকটা আপনাকে সম্মহিত করে দিতে সক্ষম।
সাইটটিতে এমন একটি এনিমেশন দেওয়া রয়েছে যা আপনি যতক্ষন দেখবেন দেখতেই থাকবেন মানে দেখেই যাবেন যতক্ষন না নিজের মাঝে ফিরে আসবেন।ভাবছেন মজা করছি তাহলে পোষ্টের নিচে থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।আর তার আগে কিছু ScreenShort দেখে নেওয়া যাক।
 
 ১
 ২
 ৩
 ৪
 ৫
 
সাইট টির নাম Zoomquilt যদি আপনিও হারিয়ে যেতে চান তবে ঘুরে আসতে পারেন নিচের লিংক থেকে।


ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন 
 



জানিনা আপনাদের ভাল লেগেছে কিনা তবে যদি ভাল লেগে থাকে তবে জানাবেন।
আপনাদের একটি ভাল মন্তব্য আমাদের ভাল কিছু করার প্রেরণা যোগায়।



অবশেষে ধন্যবাদ কষ্ট করে টিউনটি দেখার জন্য।

 
 
আজকের মত বিদায় দেখা হবে অন্যকোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ 

16 thoughts on "Top ব্যতিক্রমধর্মী তিনটি ওয়েবসাইট নিয়ে জানা অজানা কিছু মজার তথ্য (OMG) চাইলে আপনিও দেখে নিতে পারেন"

  1. mdanondo Author says:
    অসাধারন ভাই
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Mdanondo ভাই।
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Md Yousuf Ctg ভাই
  2. Smbulbul Author says:
    সুন্দর পোস্ট ✌
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Smbulbul ভাই
  3. Dx Sohel Contributor says:
    ভালো পোস্ট
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Dx Sohel ভাই
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Sabbir ভাই
  4. Arshad Prottoy Contributor says:
    খুব ভাল হইছে। Keep it up.
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Arshad Prottoy ভাই
  5. Sabit121 Author says:
    er moddha 2 ta website aga thaka jani
  6. Sabit121 Author says:
    er moddha 2 ta website aga thaka jani

Leave a Reply