আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই…??

অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম।

আমি আপনাদের মাঝে বিকাশ অ্যাপটির ভালো দিক এবং খারাপ দিকটা তুলে ধরবো।

তো চলুন শুরুকরা যাক

যেভাবে বিকাশ অ্যাপটি চালু করবেন

বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপর বিকাশ মোবাইল নম্বর ও পিন দিলে একটি এসএমএস কোড আসবে। কোডটি অ্যাপে প্রবেশ করালে বিকাশের নিয়ম প্রদর্শিত হবে। ‘সবগুলো নিয়মে সম্মতি আছে’ এই বাটনে ক্লিক করার পরে ছবি নির্বাচন করতে হবে। চাইলে ছবি তুলে বা ফোনের মেমোরিতে থাকা ছবি যুক্ত করে অ্যাপটি ব্যবহার করা যাবে। প্রতিবার বিকাশ অ্যাপে প্রবেশ করতে পিন নম্বরটি দিতে হবে।

কী কী সুবিধা থাকছে বিকাশ অ্যাপে?

চমৎকার ইউজার ইন্টারফেইসের অ্যাপটি বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। অ্যাপে প্রবেশ করে হোম পেইজ পাওয়া যাবে বিকাশ ব্যালেন্সের তথ্য। আর যেসব সুবিধা থাকছে-

১। এজেন্টের নাম্বার টাইপ করার ঝামেলা নেই। কিউআর কোড (QR Coder)-এর মাধ্যমে এজেন্ট নাম্বার স্ক্যান করে ক্যাশ আউট করতে পারবেন।

২। টাকা রিচার্জঃ নিজের নাম্বার অটো সিলেক্ট করার সুবিধা রয়েছে।

৩। রিকয়েস্ট মানিঃ নিজের বিকাশের ব্যালেন্স শেষ হয়ে গেলে অন্য অ্যাকাউন্টধারীর কাছে টাকার পরিমাণ উল্লেখ করে রিকোয়েস্ট করার সুবিধা রয়েছে।

৪। সেন্ড মানি একদম ফ্রি। ক্যাশ আউটে হাজারে ১৫ টাকা করে কাটবে।

অ্যাপের একদম উপরের ডান পাশে থাকছে সেটিংস আইকন ও বামপাশে থাকছে নোটিফিকেশন আইকন। কোনো নোটিফিকেশন আসলে তা নোটিফেকেশন আইকনে পাওয়া যাবে।

৫। কন্টাক্ট থেকে নাম্বার সিলেক্ট করে সেন্ড মানি, টাকা রিচার্জ করা যাবে।

৬। পিন চেঞ্জ করা যাবে।

৭। পূর্ববর্তী ট্রান্সেকশনের সামারি দেখা যাবে।

কী কী সমস্যা রয়েছে বিকাশ অ্যাপে?

১/ পর পর দুইবার ভুল পিন নাম্বার দিলে ৬ ঘন্টার জন্য অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। ৬ ঘন্টা পর অ্যাকাউন্টটি খুলে যাওয়ার পর যদি ১ ঘন্টার মধ্যে ভুল পিন দিয়ে চেষ্টা করা হয় তাহলে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। পরে কাস্টমার কেয়ারে গিয়ে অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে হবে।

২/ অ্যাপটি ইন্টারনেট ছাড়া চলবে না। যদিও ইন্টারনেট অবশ্য ছাড়া কোন ফাইন্যান্স অ্যাপ-ই চলে না।

৩/ অ্যাপটির সাইজ ২৬ মেগাবাইট, যা অনেকটা ভারি।

৪/ গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার অপশন থাকলেও ছবি সিলেক্ট করা যায় না বলে অভিযোগ রয়েছে।

৫/ এক মোবাইল থেকে একটির বেশি বিকাশ অ্যাকাউন্ট চালানো সম্ভব নয়। যদিও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন।

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আর যদি কোন ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন।

ধন্যবাদ

30 thoughts on "বিকাশ আ্যপে কি কি করলে আপনার বিকাশ একাউন্টটি ব্লক হয়ে যেতে পারে। বিকাশ আ্যপে শুবিধা ও অশুবিধা গুলো দেখে নিন। কাজে লাগতে পারে।"

    1. Silent Boy Tarikul Author Post Creator says:
      Thanks
  1. Ibrahim900 Contributor says:
    সম্পূর্ন wow box দিয়া

    কপি মারছেন

  2. SajibDas Author says:
    ওয়াও বক্স কপি
  3. Humayun Contributor says:
    Root phone e ei app kaj korena
    1. Safaeit Hossain Author says:
      Xposed install thakle “RootCloak” use kore Bkash chalano jai.
    2. onlybossbd Contributor says:
      Root phone er jonno Amar 1ti post Ashe …kintu Amar post to publish Holo na. Root phone a ki vavbe bkash apps use korte hoy
    3. Humayun Contributor says:
      Sad
  4. Hunter_Boy Contributor says:
    kore broo…smar phn..root ami chalai…
    1. Humayun Contributor says:
      Amar ta to kore na,,,, open e hoyna
  5. Arman Contributor says:
    full copy from wowbox
  6. TuhinBabu Contributor says:
    Accha wi-fi connection a app chole na keno.??
  7. Akash PK Author says:
    Amar ekta Bikash account ase 2015 shale khula, but ami ekhn porjonto 1takaw oi account a vori nai,
    ekhn ki oii acount er kono prblm ase/hobe?
  8. Black Diamond Author says:
    সম্পূর্ন wow box দিয়া
    কপি মারছেন
  9. ruhul45 Contributor says:
    আমার ফোন টা নন রুটেড তবু ও কাজ করে না
    1. My_idiea Contributor says:
      পোস্ট আছে খুজে দেখেন সমাধান পাবেন
    2. ruhul45 Contributor says:
      ভাই পোস্টে শুধু রুটেড ডিভাইস এর কথা বলা হয়েছে আর আমার ফোনটা নন রুটেড তবু ও আমাকে সমস্যা পোহাতে হয়
  10. SakibIAS007 Contributor says:
    ভাই ট্রিক বিডিতে পোস্ট পাবলিশিং এর রুলস কি???
    ট্রিক বিডিতে নতুন আমি।।। যদি বলতেন উপকার হইতো???
    1. Silent Boy Tarikul Author Post Creator says:
      মানসম্মত ৩টা পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট দেন
  11. mdreaz Contributor says:
    কে বলছে ছবি এড করা যায় না…
    আমি সহজেই করছি
  12. HD Mohan Contributor says:
    full copy wow box
  13. mohammad parvez Author says:
    ব্লক হলে কাস্টমার কেয়ার এ যওয়ার কোন প্রয়োজন নেই
    যে সিম দিয়ে বিকাশ খোলা ঐ সিম দিয়ে ১৬২৪৭ এ কল করে পিন রিকবার করা যাবে…NiD কোড তা বলতে হবে ওদের আর যার নামে খোলা সে সাথে থাকতে হবে
  14. minus zero Contributor says:
    Helpful post,, thanks..
  15. Naim sdq Author says:
    Copy Post, Reported
  16. Mahdi Hasan Contributor says:
    Thanks for good information with warning .

Leave a Reply