বিশ্বব্যাপী ডেভেলপার’দের জন্য নতুন “ফেসবুক ডেভেলপার সার্কেল” প্রোগ্রাম চালু করেছে ফেসবুক। এই প্রোগ্রামে যেকোনো ডেভেলপার নিজের অধীনস্থ বিভাগের গ্রুপে যোগ দিতে পারবেন। এই প্রোগ্রামে যোগদানের মাধ্যমে এক্সপার্ট ডেভেলপার’দের সাথে নিজের আইডিয়া শেয়ার করতে পারবেন, যেকোনো রকম প্রোগ্রামিং বিষয়ক সহযোগিতা গ্রহণ করতে পারবেন এবং নিজের প্রোগ্রামিং দক্ষতা আরও উন্নত করতে পারবেন। বাংলাদেশেও ফেসবুকের এই প্রোগ্রাম’টি চালু হয়েছে এবং প্রত্যেক বিভাগের জন্য আলাদা-আলাদা গ্রুপ লিডার সিলেক্ট করেছে ফেসবুক কর্তৃপক্ষ, যারা তাদের বিভাগীয় গ্রুপকে পরিচালনা করবেন। এই পর্যন্ত বাংলাদেশে শুধু ঢাকা এবং সিলেট এই দুইটি বিভাগের গ্রুপ চালু করেছে ফেসবুক। তাই আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে আজই যোগদান করুন আপনার বিভাগীয় ফেসবুক ডেভেলপার সার্কেল গ্রুপে!

গ্রুপসমূহের লিঙ্ক

ফেসবুক ডেভেলপার সার্কেলঃ ঢাকা

ফেসবুক ডেভেলপার সার্কেলঃ সিলেট

3 thoughts on "ডেভেলপার’দের জন্য ফেসবুকের নতুন প্রোগ্রাম “ফেসবুক ডেভেলপার সার্কেল”!"

  1. sujoyctg96 Contributor says:
    Chittagong er manusder jonno ki kono bebosta ache?
    1. Prokash Singha Author Post Creator says:
      না ভাইয়া, পরবর্তী’তে হয়তো গ্রুপ চালু হতে পারে।

Leave a Reply