ভিপিএন – ভার্চুয়াল নেটওয়ার্ক বলতে সাধারণত আমরা বুঝি,এক জায়গা থেকে অন্য জায়গায় ভার্চুয়াল ভাবে নিজের লোকেশন স্থানাতর করা।
তবে আমরা এই কাজটি করার জন্য ডিরেক্ট ভিপিএন কানেক্ট করেই বিভিন্ন সাইট বা এপসে ঢুকে পড়ি,ফলসরূপ তারা খুব সহজে আমাদের আইপি ডিটেক্ট করে ফেলে।

আজকের এই পোষ্টে দেখাবে কিভাবে সেইফ ভাবে ভিপিএন ইউজ করবেন।

আমি আপনাদের সেইফ ভাবে ভিপিএন ব্যাবহার এর জন্য বিভিন্ন পেইড ভিপিএন সাজেস্ট করবো।তবে যাদের পেইড ভিপিএন পার্সেস করার সামর্থ্য নেই, তারাও পোষ্টটি ফলো করতে পাড়েন।

**আমি এখানে Express VPN এর মাধ্যমে ১০০% সেইফ থাকার সিস্টেম দেখাচ্ছি।

প্রথমে আপনার ভিপিএন টি কানেক্ট করে নিন,

এরপর আপনার ফোনের সেটিংস এ গিয়ে যেই দেশের সার্ভার কানেক্ট করেছেন,অই দেশের টাইম-জোন সিলেক্ট করে নিন।


এরপর Firefox browser টি ওপেন করুন।
(বিঃদ্রঃসেইফলি ভিপিএন ব্যাবহার এর জন্য অবস্যই Firefox ব্রাওজারটি ব্যাবহার করতে হবে)
এরপর Firefox এর সেটিং এ গিয়ে – Privacy তে ক্লিক করে Don’t track button টি ইনাবল করে দিতে হবে।


এরপর সার্চ বারে about:config লিখে সার্চ করুন,

এরপর media.prefar……. ট্রু থাকলে ফলস করে দিন

এরপর whoer.net এ চলে যান

এখন যদি নিচের পার্সেন্টটি ১০০% দেখায় তবে বুঝবেন,আপনি সিকিউরলি ভিপিএন ইওজ করতে পাড়বেন!

আশা করি পোষ্টি আপনাদের ভালো লেগেছে।ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।

9 thoughts on "১০০% সিকিউর ভাবে ভিপিএন ব্যাবহার করার পদ্ধুতি।"

  1. Labib Author says:
    Server কানেক্ট করলেন USA এর। কিন্তু 100% Anonymity দেখালেন Bangladesh Server এর!?
  2. Prince Durjoy Contributor says:
    faltu post,,dns Bangladesh jodi dekay tile secure hlo kmne….
  3. Mr.khan22 Contributor says:
    কিন্তু সমস্যা হচ্ছে, 100% করলে তো নেট ই চলে না, কেবল মাত্র whoer.net এ যায়, অন্য কোন সাইটে যায় না ।

Leave a Reply