আপনাদের দোয়ায় আজ নিয়ে এসেছি কোয়ালিটির মুল বিষয় গুলোর মুল পর্বে আগের গুলা ছিল প্রাথমিক আলোচনা কিনতু আজ থেকে শুরু হল মুল আলোচনা তাই আগের জানা সবার দরকার ৷ প্রাথমিক পাশ না করলে যেমন মাধ্যমিক পড়া যায় তেমনি আগের পোস্ট না জানলে পরের পোস্ট গুলাও বুঝতে পারবেন না ৷
আগের পোস্টঃ
আজ আমারা শিখবো মেজারমেন্ট টেপ সম্পর্কে:
গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট ভালো ভাবে জানতে হবে ৷ মেজারমেন্ট ছাড়া কোয়ালিটির কোন মুল্য নেই গার্মেন্টস জগতে ৷ সুতরাং মেজারমেন্ট জানতে হলে আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে ভালো জানতে হবে ৷ দেখুন নিচের দিকে মেজারমেন্ট টেপ সম্পর্কে A to Z তুলে ধরা হয়েছে ৷
মেজারমেন্ট:
মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ। মেজারমেন্ট এর ইংরেজি বানান Measurement. ইংরেজি Measure (পরিমাপ করা) থেকে এসেছে।
Measurement. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন।
বা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই
মেজারমেন্ট ৷
মেজারমেন্ট বলতে কি বোঝ ?
উওরঃ মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্ট খুবই
গুরুত্বপূর্ণ।
*একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা! হয় । (১) ইঞ্চি (২) সিএম,
*একটা মেজারমেন্ট টেপ-এ ৬০ ইঞ্চি ৷
*১৫০ সি,এম এবং ১৫০০ মিলিমিটার আছে।
(বায়ার স্পেক শীট অনুযায়ী মেজারমেন্ট করতে হবে।)
আমরা জানি সাধারনত:
ইঞ্চি মেজারমেন্ট :
*১ম অংশ ৮ ঘরের সুত্র:
⇘ ২য় অংশ ১৬ ঘরের সুত্র:
হাজারের মাপ:
? ১টি মেজার্মেন্ট টেপ এ সাধারণত ৫’ ফুট বা ৬০” ইঞ্চি বা ১৫০ সেন্টিমিটার বা ১৫০০ মিলিমিটার হয়:
» ১ ইঞ্চি = ২.৫৫ সি.এম
» ১ সুতা = ০.৩১ সি.এম
» ২ সুতা = ০.৬৩ সি.এম
» ৩ সুতা = ০.৯৩ সি.এম
» ৪ সুতা = ১.২৭ সি.এম
» ৫ সুতা = ১.৫৫ সি.এম
» ৬ সুতা = ১.৮৬ সি.এম
» ৭ সুতা = ২.১৭ সি.এম
» ১৮ সুতা = ২.৫৫ সি.এম
আমার পোস্ট গুলি ভালো লাগলে ট্রিকবিডির সাথে থাকুন ৷
আরো পোস্ট পেতে অপেক্ষা করুন পরের পোস্টের জন্য
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ধন্যবাদ ৷
You must be logged in to post a comment.
Copy paste
Photo dekhe mone kortesen copy paste.
Photo goolge theke neoya
Nice post
ধন্যবাদ