পার্ট-১ না দেখলে এখনই দেখে আসুন আমরা কেন লিঙ্ক শর্টেন
ওয়েবসাইট করি। এতে কি
সত্যি আমাদের উপকার
হয়.? নাকি ক্ষতি হয়..?
আজকের টপিকে আমরা
জানব এই সম্পর্কে। তৌ…
প্রিয় ভাই প্রথমে আমার
সালাম নেবেন । আশা করি
ভালো আছেন । কারণ
ট্রিকবিডি এর সাথে থাকলে
সবাই ভালো থাকে । আর
আপনাদের দোয়ায় আমি ও
ভালো আছি । তাই আজ
নিয়ে এলাম আপনাদের
জন্য আরেক টা নতুন টিপস ।
আর কথা বাড়াবো না
কাজের কথায় আসি ।
আজকে
আমি লিঙ্ক শর্টেন
সাইটের কিছু উপকারীতা
এবং কিছু অপকারীতা
সম্পর্কে আলোচন করব।
আশা করি সবাই মনযোগ
সহকারে পড়বেন।
লিঙ্ক শর্টেন ব্যবহার করি।
এতে আমাদের কয়েকটি
লাভ হয়। আমাদের বড়
লিঙ্ক ছোট হয়ে যায়। এবং
আমরা আমাদের মনের মত
ছোট করে লিঙ্ক
কাস্টমাইজড করে নিতে
পারি।
এতে আমাদের
লিঙ্ক শেয়ারে সহজ হয়
এবং লিঙ্ক মনে রাখতেও।
কিন্তু কখনো ভেবে
দেখেছেন যে,
আপনি যদি এই অন্য সাইট
ব্যবহার করে শর্ট করা
লিঙ্ক ফেসবুকে শেয়ার
করেন তাহলে তাহলে
আপনার লিঙ্ক শর্ট হবে
ঠিকি,কিন্তু এটা ভাববেন
না যে ফেসবুক আপনার
লিঙ্ক দেখবেন না।
ফেসবুক কিন্তু আপনার
সাইট টিই দেখবে। কারন ওই
শর্টেন সাইট ফেসবুক
থেকে অনুমতি প্রাপ্ত।
অনেকেই মনে করে
যে,লিঙ্ক শর্টেন সাইট
ব্লক হবে না। একথাটি
সম্পূর্ন ভূল। তবে এতে ব্লক
হওয়ার সম্ভবনা একটু কমে
যায় কিন্তু আবার বেশি
না।
অতএব,
ফেসবুকে ডাইরেক্ট লিঙ্ক
ই শেয়ার করুন। ফেসবুক কে
আপনার সাইটকে জানতে
দিন।
আশাকরি আপনি সম্পূর্ন
লেখাটি পড়েছেন। আর এ
ব্যাপারে আপনার বন্ধুদের
জানাতে পোস্টটি শেয়ার
করুন। আর ভূল ক্রুটি হলে
ক্ষমা চেয়ে নিচ্ছি।
ami paitecina