• আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

ভিডিও এডিটিং নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিও এডিটিং কেন শিখবেন এবং কিভাবে শিখবেন। এ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব৷ মনোযোগ সহকারে সম্পন্ন আর্টিক্যালটি পড়বেন।

ভিডিও এডিটিং বর্তমানে অনেক দামি ও চাহিদাময় পেশা।
ডিজিটাল এই বাংলাদেশে ভিডিও এডিটির এর ব্যাপক দাম রয়েছে। আপনি ইচ্ছা করলে ভিডিও এডিটিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। ভিডিও এডিটিং শিখলে বাংলাদেশই রয়েছে বিশাল কর্মক্ষেত্রের চাহিদা চাহিদা। 

টিভি, ইউটিউব, নিউজ, বিভিন্ন ভিডিও এত সুন্দর করে ফুটে তোলে ভিডিও এডিটির। আপনি ইচ্ছা করলে ট্রেনিং নিয়ে ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ভালো ক্যারিয়ার গড়তে পারেন।

ভিডিও এডিটিং একটি সৃজনশীল কাজ,যে যত অনুশীলন করবে৷ সে তত বেশি পারদর্শী হয়ে গড়ে উঠবে।
একজন ভাল ভিডিও এডিটিং এর ব্যাপক সুনাম রয়েছে।আপনি ইচ্ছা করলে মাসে লাখ টাকা ও আয় করতে পারবেন। 
এজন্য আপনাকে ভিডিও এডিটিং এ ব্যাপজ পারদর্শী হতে হবে।
আপনি ইচ্ছা করলে পড়াশুনার পাশা পাশি ভিডিও এডিটিং এর ট্রেনিং নিয়ে এ বিষয়ে পারদর্শী হতে। আসলে শিক্ষাগত যোগ্যতা দেখে না। আসল হলো আপনি কেমন পারদর্শী এডিটিং এ।

ইচ্ছাশক্তি হলো আসল, আপনি ইচ্ছা করলে এইচ এস সি পাশ করেই ভিডিও এডিটিং এর উপর ট্রেনিং নিয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা আয় করতে পারেন।

বাংলাদেশে অনেক জায়গায় অনলাইন বা অফলাইনে ভিডিও এডিটিং প্রশিক্ষণ দেয়া হয়। আপনি সেখানে প্রশিক্ষণ দিয়ে অনুশীলন করলে আপনি ও হতে পারবেন ভিডিও এডিটিং এর দক্ষ লোক। আসল হলো অনুশীলন এবং সৃজনশীলতা কাজে লাগানো।

আপনি যদি অনেক ভাল এডিটিং এ কাজ জানেন তাহলে আপনি মাসে লাখ টাকা আয় করতে পারেন। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও এডিটিং এর কাজ দিয়ে থাকে, সেখানে কাজ নিয়ে করে দিলে অনেক পরিমান বাজেট দিয়ে থাকে। এমনকি লাখ টাকা ও দেয়া থাকে।
এছাড়া ও দেশের বিভিন্ন টিভি চ্যানেলে দক্ষ এডিটর নিয়োগ দেয়া হয়ে থাকে। আপনি কাজ জানলে আপনি ও সেখানে ভাল মানের এই এডিটিং এ চাকুরি পেতে পারেন। এবং নিজের কর্মসংস্থান নিজেই গড়তে পারেন।

ভিডিও এডিটির এর প্রথমে হয়তো বেতন ১৫-২০ হাজার টাকা হতে পারে। কিন্তু আপনি যখন পুরাতন হয়ে যাবেন অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাবেন তখন বেতন ৫০,০০০-১ লাখ টাকা পযন্ত হতে পারে। ডিজিটাল এই যুগে ভিডিও খুব গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিং এডিটর খুব গুরুত্বপূর্ণ। 

পরিশেষে, একটি কথা আপনি যদি ভাল এডিটিং করতে পারেন,তাহলে আপনি ভাল পরিমান টাকা আয় করতে পারবেন। দেশের টেলিভিশন চ্যানেলে চাকুরি না হলে আপনি ফ্রিল্যান্সিং করে কিংবা দেশের বাহিরে ও এ বিষয়ে চাহিদা ব্যাপক।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 






9 thoughts on "ভিডিও এডিটিং কেন শিখবেন? ভিডিও এডিটিং কিভাবে শিখবেন? জেনে নিন।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ
    1. Sk Shipon Author Post Creator says:
      আপনাকে ও অনেক ধন্যবাদ।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      জ্বি ❤️
  2. MD Hasan Xhmed Author says:
    ভালো বিষয় এ পোষ্ট করেছেন।পোষ্ট টি পড়ে ভালো লাগলো।
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে।
    2. MD Hasan Xhmed Author says:
      ওয়েলকাম ভাই।
  3. Asif Contributor says:
    নতুনদের জন্য ফিলমোরা দিয়ে শুরু করলে ভালো হয় । তার পরে প্রিমিয়ার প্রো ।
  4. Sk Shipon Author Post Creator says:
    হুম।

Leave a Reply