__“বিসমিল্লাহির রাহমানির রাহিম!”__
আস্সালামুআলাইকুম ওয়ারহমতুল্লাহ!
-
কেমন আছেন TrickBD-বাসী? আশা করি ভালোই আছেন সবাই প্রযুক্তির সাথে! আমিও ভালো; আলহামদুলিল্লাহ! তাইতো আবারো ফিরে এলাম আপনাদের মাঝে; নতুন কিছু নিয়ে! ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই বন্ধুত্বতা বজিয়ে রাখবেন। তাহলে এবারে শুরু করা যাক!
পোস্টের টপিক:
*(আগে বলে নিই; যারা এ বিষয়ে জানেননা, তাদের জন্যই এই পোস্ট। আর আপনি যদি জেনেও থাকেন, তবুও এই পোস্ট দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই!)আজকের টপিক হলো খেলাধুলার আপডেট নিয়ে। আমি আসলে একটি সাইটের কথা বলছি, যার নাম হলো:- “Opera Sports”. এখান থেকেই আপনি সবকিছু পাবেন ও অন্যকোথাও যেতে হবে না এবং কোনো এপও লাগবে না! আর আপনি যদি “ফুটবল” প্রমিক হোন, তাহলে তো আর কোনো কথাই নেই! আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন! এটিকে ফ্রি বলার কারণ হচ্ছে, এটি আপনি “ফ্রি বেসিকস” থেকে চালাতে পারবেন! কাজেই যেকোনো ডিভাইস থেকে খুব সহজেই চালাতে পারবেন! শুধু আপনার চাই একটি “গ্রামীণ” অথবা “রবি”-র সিম! কারণ, আপাতত এখন এ দুটি সিমেই “Free Basics” চালানো যায়!
খেলাধুলার আপডেট!
ডাটা ভার্সন, আর ফ্রি ভার্সনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই! চলুন, এবারে কাজে নেমে পরি!
যা যা লাগবে:
- একটি সচল রবি/গ্রামীণ সিম যুক্ত যেকোনো ডিভাইস!(Java/Android/PC)
- সঠিক কনফিগারেশ!
- আর কিছুই নাহ!
তবে, ফোনে কোনো টাকা/নেট না রাখাটাই ভালো!
কার্য বিবরণ:
- প্রথমে আপনার ফোনের ডাটা অন করে যেকোনো ব্রাউজার(পিসি মোড চালু করে!) দিয়ে freebasics.com-এ যান!*(আপনি যদি প্রথম বার গিয়ে থাকেন, তাহলে পারমিশন চাইবে, “অবিরত রাখুন”-বাটনে চাপ দিয়ে প্রবেশ করুন!)
- প্রবেশ করার পর একেবারে নিচে গিয়ে, “আরো বিনামূল্যের পরিসেবা যোগ করুন”-বাটনে ক্লিক করুন!
- সার্চ বক্সে “Football”-লিখে সার্চ করুন।(অন্য কিছু লিখলে আসবেনা)
- নিচের ছবির মতো “Opera”-তে ক্লিক করুন!(এখানে, “Football Scores”-লিখা আছে ঠিকই; কিন্তু আসলে সব খেলাই আছে!)
- এখন নতুন পেজ আসলে; “যোগ করুন”-বাটনে ক্লিক করুন!
- ব্যাস! আর কি? এখন শুধু মজা লুটুন
বাকিটা আপনারাই বুঝে যাবেন! আবারও বলছি, এখানে খেলা-ধুলা বিষয়ক সব কিছু পাবেন! প্লেয়ারের বয়স থেক শুরু করে ফিক্সচার পর্যন্ত সব আছে এতে! কি নেই এতে? তাই আর কিছু বল্লাম নাহ! আপনার প্রিয় খেলাধুলার সম্পর্কে সব কিছু জেনে নিয়ে, বন্ধুদের সাথে মজা নিন! আমার নিজের অভিজ্ঞতায় এটাই সেরা। গ্যারান্টেড!
সুবিধা:
- এনি ডিভাইস সাপোর্ট!
- এনি ডিভাইস, ইউজার ফ্রেন্ডলি!
- লাইভ স্কোর!
- সুপার ফাস্ট সাইট!
- অফিশিয়াল অপেরার তৈরি!
- এড এর কোনো ঝামেলা নেই!
- ইসি টু ইউস
আর, সব কি আমিই বলে দেবো? গিয়েই দেখুন! এক কথায়, একবার বলা শুরু করলে; আর শেষ হবে না!
____By_Araf____
পরিশেষ:আজ এতটুকুই! আশা করি, আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। কেননা, এতেই আমার কষ্ট করে লেখার স্বার্থকতা! ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না যেন! আর, আপনাদের যেকোনো সাহায্যের জন্য কমেন্ট-বক্স সর্বদা খোলা! সামনে আমার “SSC Exam”; এজন্য, এই কদিন হয়তো লিখতে পারবো না। তবে ট্রিক বিডিতে প্রতিদিনই ঢুঁ মারবো! সবাই সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সকলেই ভালো করতে পারি! ততদিন পর্যন্ত সবাই ট্রিকবিডির সাথেই থাকুন; ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়াই করি। আবারো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ! |
সৌজন্য বার্তা:
- (Araf)
- অনুগ্রহ করে, কেউ কপি করবেন না!(করলেই ধরা খাবেন!)
- আমার ফেসবুক!(যেকোনো প্রাসঙ্গিক প্রয়োজনে আমায় ম্যাসেজ করতে পারেন!)
- 🙂 🙂 🙂 🙂
সবাইকে ধন্যবাদ!
~~~~~~~~~¤~~~~~~~~~
হুম, “FreeBasics”-এর কথা কে না জানে? কিন্তু, আমি আমি এখানে যে সাইটটা দিয়েছি; সেটা কয়জন জানে?
😀
😀
😀
সমস্যা হলে অপেরা থেকে চেষ্টা করে দেখতে পারেন!
😀
হুম, আপনি হয়তো জানতেই পারেন; কিন্তু সবাই নাও জানতে পারে। তাদেরকে জানার সুযোগ দিন!
🙂