3D Technology. Autodesk Maya

হ্যা‌লো বন্ধুরা , কেমন আছ সবাই ? আমি শান্ত তোমা‌দের জন্য নি‌য়ে এলাম Autodesk Maya সম্প‌র্কিত কিছু তথ্য ।

Maya কি : Maya হ‌চ্ছে মা‌র্কিন টেক জায়ান্ট Autodesk এর এক‌টি জন‌প্রিয় 3D Studio । এটি সাধারনত 3D Movie তৈ‌রি‌তে ব্যবহার করা হয় ।

মায়াতে আমার প্রথম কাজ :

আ‌মি অনেক‌কেই দে‌খে‌ছি যারা গ্রা‌ফিক্স এর কা‌জে আগ্রহী । কিন্তু বুঝ‌তে পা‌রে না কোথা থে‌কে শুরু কর‌বে । কোন স্টু‌ডিও থে‌কে কাজ কর‌বে । তা‌দের আমি মায়া রিক‌মেন্ট ক‌রি । কারন :
১। মায়া‌তে র‌য়ে‌ছে সহজ কন্ট্র‌লিং সি‌স্টেম ।
২।র‌য়ে‌ছে বিশাল বড় knowledge নেটওয়ার্ক ।
৩।প্র‌তি‌যো‌গিতা পূর্ন আপ‌ডেট ।
৪।শক্তিশালী ইন্জিন ।

একজন ওয়েব ডেভলপার হি‌সে‌বে আমা‌কে মা‌ঝে মা‌ঝে গ্র‌ফিক্স এর কাজ কর‌তে হয় । এজন্য আমি বেশ কিছু 3D স্টু‌ডিও ব্যবহার ক‌রে‌ছি । যেমন Cinema 4D , 3Ds max ইত্যা‌দি । কিন্তু মায়া ব্যবহ‌রের অভিঞ্জতা একেবা‌রে অন্যরকম।

এখন আসি আপ‌নি কি কর‌তে পার‌বেন মায়া ব্যবহার ক‌রে ?

‌যে‌হেতু অটো‌ডেস্ক এর আরও দু‌টি ৩ডি স্টু‌ডিও সফটওয়্যার আছে (autodesk autocad,autodedk 3ds max) তাই প্রশ্ন থে‌কেই যায় কোনটা ব্যবহার করব । এখন আসি কোনটা কিজন্য তৈ‌রি করা হ‌য়ে‌ছে ,
১। Autodest autocad :‌সি‌ভিল ইন্জি‌নিয়ার‌দের জন্য ।
২।Autodedk 3ds max:3D ম‌ডে‌লিং এর জন্য, কিন্তু এখা‌নে মু‌ভি তৈ‌রির জন্য VFX কম ।
৩। 3D Modeling +3D animated মু‌ভি তৈ‌রির জন্য ।

‌সো,বুঝ‌তেই পার‌ছেন মায়া‌তে আপ‌নার জন্য অপেক্ষা কর‌ছে বিশাল 3D world!

Maya 2016 system requirements :

Hardware

CPU::64-bit Intel® or AMD® multi-core processor

Graphics Hardware:::Refer to the Maya Certified Hardware page for a detailed list of recommended systems and graphics cards

RAM::4 GB of RAM (8GB recommended)Disk Space4 GB of free disk space for install

আ‌মি ২০১৬ ব্যবহার কর‌ছি ।

‌কিভা‌বে শুরু কর‌বেন :
আপ‌নি মায়া তিন ভা‌বে নি‌তে পার‌বেন ।
১। আইনি ভা‌বে কিন্তু টাকা ছাড়া ।
২।আইনি ভা‌বে কিন্তু টাকা দি‌য়ে ।
৩।বেআই‌নি ভা‌বে (Torrent) ।

খু‌শির খবর এই যে মায়া আপ‌নি ফ্রি তেই ব্যবহার কর‌তে পার‌বেন student licence দি‌য়ে । এজন্য আপনা‌কে অটো‌ডেস্ক এ স্টু‌ডেন্ট হি‌সে‌বে এক‌টি একাউন্ট কর‌তে হ‌বে ।এর পর প্রোডক্ট সি‌লেকশ‌নে গি‌য়ে মায়া নি‌লেক্ট কর‌তে হ‌বে । ডাউন‌লোড ক‌রে ইন্সটল ক‌রে শুরু করুন ।licence ৩ বছর।

এরপর আপ‌নি এটা টাকা দি‌য়েও কিন‌তে পা‌রেন ।

Illegal ভা‌বে টাকা ছাড়া কিন‌তে হ‌লে ট‌রেন্ট এ সার্চ করুন autodesk maya এবং latest version টা ডাওন‌লোড করুন ।

মায়া শেখার জন্য youtube এ কিছু চে‌নেল আছে । আমি নি‌জে mike hermes কে follow ক‌রি । লিংক :
Mike Hermes

আমার channel :

MHS Lookup

12 thoughts on "Maya : 3D Animation Software । জানুন অটোডেক্স মায়া সম্পর্কিত কিছু তথ্য ।কিভাবে শুরু করবেন 3D অ্যানিমেশন তৈরি"

    1. mhs_shanto Author Post Creator says:
      Tnx bro
    1. mhs_shanto Author Post Creator says:
      tnx
  1. Shimul2466 Contributor says:
    Aro post cai ei beisoye
    1. mhs_shanto Author Post Creator says:
      Ok bro
    2. Shimul2466 Contributor says:
      welcome
    1. mhs_shanto Author Post Creator says:
      1.5 GB
  2. Arham Araf Author says:
    ভাই,
    এটা দিয়েই বোধ হয়, “Motu-Patlu” এনিমেশন করা হয়েছে!
    😮

Leave a Reply