Howdy Everyone,
আমাদের প্রত্যেকেরই Gmail/Outlook Account রয়েছে। কেমন হয় যদি আপনার Mail Accountটি একটু Unique হলে? মূলত আজকে Norway এর একটা Mail service এ Mail Create করে দেখাব, যেখানে আপনার নতুন mail হবে (আপনার নাম)@1337.no এই রকম।
➤তাহলে এক নজরে জেনে নিই 1337.no কি?
-1337.no হল একটি ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করার Site, যেখানে IMAP এবং POP3 ব্যবহার করে আপনি নিজের প্রোগ্রাম থেকে ইমেলটি পড়তে এবং প্রেরণ করতে পারেন। 1337.no সাইটে কোন খরচ/বিজ্ঞাপন দেখা ছাড়াই New Account Create করতে পারেন।
➤সুবিধাসমূহ-
-আপনি যখন কোনও অ্যাকাউন্ট তৈরি করেন তখন আপনার নাম , আপনার ফোন নম্বর বা অন্য কিছু জিজ্ঞাসা করা হয় না। এর অর্থ হল আপনি যদি নিজের পাসওয়ার্ড ভুলে যান তবে আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যাবে। তখন আবার নতুন করে Create করতে হবে, কোনverification এর মাধ্যম নেই পুরাতন account recovery করার জন্য।
-একটি অ্যাকাউন্ট তৈরি করতে 15 সেকেন্ড সময় লাগে এবং কোনও ব্যক্তিগত তথ্যের প্রয়োজন নেই। আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
– আপনার প্রিয় ক্লায়েন্টেও (যেমন Gmail,Outlook,Hotmail) আইএমএপির মাধ্যমে mail sent/receive করতে পারবেন।
-1337.no একটি ওপেন সোর্স মেল সার্ভার এবং স্প্যাম ফিল্টারিং।
➤যেভাবে @1337 Mail Create করবেন-
✿Nord Vpn এ Norway Server Connect করুন [যেহেতু siteটি Norway-র site]
✿এখন 1337.no site এ প্রবেশ করুন
✿Box এ আপনার নাম/ Business নাম বা যেকোন কিছু দিতে পারেন,তারপর পাশের Opprett! Option এ click করুন
✿এবার Mark Box এ Password দিয়ে lag konto! তে Click করুন।
✿ব্যস Email তৈরী শেষ, মাত্র 15-second এর কম সময়ে।
✿Pc/Android এ যখন Mail Accountটি Add করবেন তখন Pc-র “Mail & Calander” Software এর Other Account এ এবং Gmail app দিয়ে Add Another Account এ Click করে Other select করলে হয়ে যাবে। [Norway VPN Connect থাকা অবস্থায়]
-For android- find Option
-For Pc- find option
₪Short Tutorial-(Proof with How it is Working ?) [Rotate Android to see Full Screen]
আশাকরি উপকৃত হবেন Unique Mail তৈরীতে।
Conclusion-
✅যতক্ষণ পর্যন্ত এই Mail আপনার PC বা Android এ Connect করছেন ততক্ষণ পর্যন্ত VPN connected থাকতে হবে[Norway server এ]
✅Succesfully Mail app এ Connect করার পর আর VPN connect করে রাখতে হবে না।
₪নতুন Service Mail Change হয়েছে। এখন থেকে যেকোন কারণে Mail করতে চাইলে [email protected] এ মেইলে করার জন্য অনুরোধ রইল। অথবা Telegram তো আছেই।
₪সব Tricks&Tips Tutorial একসাথে পেতে –visit
#Be_Unique_with_TrickBD
#Be_Unique_with_Shakib
Bye?
ধন্যবাদ।
আসলে কেউই Account create করারর পর একটা Short review পর্যন্ত দিয়ে যায় না, তাই বললাম!
Don’t Mind
Thanks for your contribution?
Ty creat korte pari nai
Mail forwarding er bishoy bistarito dekhie dile aro valo hoto
mail forwarding similar like Gmail..
But For social Media I preffer gmail?
but onek site ai sign up kora jay na?
jodi na jay tobe 1st time Norway server e connect korien….sign up er por disconnect korte parben
VAI?
https://i.postimg.cc/nzsnk39w/screenshot-59.png
user name kivabe dite hoi?