আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে termux দিয়ে ফেইসবুকের ভিডিও ডাউনলোড করবেন কোন ঝামেলা ছাড়া।  আমরা হয়তো ফেইসবুকের ভিডিও ডাউনলোডের জন্য আলাদা অ্যাপস ব্যবহার করি। আবার অনেক কিছু ওয়েবসাইট ও ব্যবহার করে ফেইসবুকের ভিডিও ডাউনলোড করেন। কিন্তু আজ আমি একটু বিভিন্ন ভাবে কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখাবো চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করার জন্য git ইনস্টল করবো।

pkg install git

এখন আমরা পাইথন ইনস্টল করবো।

pkg install python

এখন আবার পাইথন ২ ভার্সনটা ইনস্টল করবো।

pkg install python2

এখন আমরা pip requests টা ইনস্টল করবো।

pip install requests

এখন আমরা termux কে স্টো‌রেজ পারমিশন দিবো যাতে করে যা ডাউনলোড করবো সেটা আমাদের মেমোরিতে সেইভ হয়।

termux-setup-storage

এখন আমরা github থেকে মেইন টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/Edi-ID/facebook-downloader.git

ডাউনলোড শেষ হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

তারপর মেইন টুলসটির ভিতর প্রবেশ করবো তাই আমরা

cd facebook-downloader

ইন্টার করবো।

ভিতরে প্রবেশের পর ls দিয়ে ইন্টার করবো।

এখন আমরা main.py কে পারমিশন দিবো এই জন্য লিখবো

chmod +x main.py

পারমিশন হয়েছে কিনা সেটার দেখার জন্য আবার ls দিবো এবং main.py লিখা যদি গ্রীন কালার হয় তাহলে বুঝবো পারমিশন হয়েছে।

এখন আমরা মেইন টুলসটি রান করবো।

python main.py

রান করলে উপরের মতো দেখতে পারবো এখন আমাদের কাজ হচ্ছে ফেইসবুক থেকে যেই ভিডিও ডাউনলোড করবো সেটার লিংক করে পেস্ট করে ইন্টার দিবো।

ইন্টার দেওয়ার পর এখন বলবে কোথায় আপনি ভিডিওটি রাখতে চান সেই লোকেশন দিয়ে দিন এবং ভিডিও এর একটি নাম ও ফরমেট দিয়ে দিবেন।

উপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে।

দেখতে পাচ্ছেন আমার মেমোরিতে ভিডিওটি সেইভ হয়ে গেছে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব তারাতা‌ড়ি সুস্থ হয়ে উঠতে পারি ।

10 thoughts on "Termux দিয়ে কিভাবে ফেইসবুকের ভিডিও ডাউনলোড করবেন দেখে নিন।"

  1. Aubdulla Al Muhit Contributor says:
    ভাই ফেসবুক ভিডিও অন্য কোন সাইট থেকে কনভাট করা যায় কি?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Hmm jay
  2. Aubdulla Al Muhit Contributor says:
    কোন সাইট?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Google search koren peye jaben.
  3. Avatar photo Khyrul Islam Sohag Contributor says:
    Private group er video gulaw ki download kora Jabe ei system e?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Sure bolte parbo na to try kore dekhte paren …r private group video download niye ekta post hobe inshallah sathe thaken
  4. Avatar photo Khyrul Islam Sohag Contributor says:
    R Vai, Kono app theke video download er Kono system ase android diye?thakle share koire plz. app er kiso video download Korte chaisilam but Kono system paitesi na .
    1. Avatar photo abir Author Post Creator says:
      Ki app Seta Nam bolen dekhi kon way pai kina.
  5. Avatar photo Khyrul Islam Sohag Contributor says:
    Bioscope,toffee , zoom app ei gulur video.
    1. Avatar photo abir Author Post Creator says:
      Bioscope or toffee mod version gholo use koren tahole download korte parben.

Leave a Reply