আমরা অনেকেই কমবেশি ল্যাপটপ কম্পিউটার করি। এ ছাড়া আমরা বেশির ভাগ মোবাইল ফোনে তারহীন ওয়াফাই সংযোগসুবিধা রয়েছে ভোগ করি। অনেকেই কোনো ওয়াফাই জোনে যেখানে ওয়াইফাই সংযোগ আছে গিয়ে সেই মোবাইল ফোন সেখানে ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। এখন আপনি চাইলে নিজের ল্যাপটপ বা কম্পিউটারকেই ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারেন। ওয়াইফাই হটস্পট মানে হলো, আপনার ল্যাপটপ দিয়ে ওয়াইফাইয়ের মতো ইন্টারনেট প্রদান করবে। ওয়াইফাই আছে এমন একাধিক স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ আপনার ল্যাপটপের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট সংযোগ পাবে। 

আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কাজটি করতে করণীয়:-

কম্পিউটারে যদি ইন্টারনেট অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ থাকে, তবে শুধু একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার কম্পিউটারকে ওয়াইফাই হটস্পট বানাতে পারবেন। সফটওয়্যারটির নাম Baidu WiFi Hotspot। নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।

এবার নিচের স্কিনশর্ট ফলো করুণ:-

১. Baidu WiFi Hotspot অপেন করুন।

২. তারপর নিচে দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারেন।

 

 

ধন্যবাদ ভাল থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন এবং কৃপণতা না করে প্লিজ সাবস্ক্রাইব করবেন।

আবার দেখা হবে  পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতেশিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

 

8 thoughts on "[Wifi] কম্পিউটারকে ওয়াইফাই বানান।"

  1. Avatar photo IMDAD SHUVRO Author says:
    পিসিতে হবে??
    1. Avatar photo Hasan420 Author Post Creator says:
      yes
  2. Avatar photo Sahariaj Author says:
    ধন্যবাদ
  3. sonaton Contributor says:
    pc ar jonno ki kono wifi card kinta hoba?
  4. Avatar photo Nayon islam Contributor says:
    এপসটা পিসির না মোবাইলের
  5. Sarkit Contributor says:
    Collage এএ BroadBand রে মোবাইল দিয়েও কোপানো যাবে??
  6. Avatar photo Rakib Contributor says:
    nice post
  7. Avatar photo Shovon Ahmed Author says:
    ভাই, কোন নেটওয়ার্ক কার্ড বা ল্যান কার্ড কেনা লাগবে নাকি???

Leave a Reply