Hello friends,
আশা করি সবাই ভালো আছেন। আমি আগে যেমনটি বলেছিলাম আমি আপনাদেরকে adobe aftereffect ব্যাবহার করে personal bootanimation তৈরি করা ও তা rooted phone এ দুই ভাবে add করা শেখাবো। এর জন্য প্রয়োজনীয় উপকরণ হোলোঃ
1.Adobe aftereffect
2.rooted phone

এই পোস্ট আপনাদের সুবিধার্থে ২ পার্ট এ ভাগ করবো।

পার্ট ১:
এই পার্ট এ শেখাবো adobe aftereffect ব্যাবহার করে bootanimation তৈরি করা। শুরু করা যাক।
আমার আগের পার্ট এ দেখানো নিয়ম অনুযায়ী একটা composition খুলুন।composition এর size আপনার phone এর display এর size এর হবে।
(যারা আগের পার্ট দেখেননি তাদের জন্য>>>>part1 link)
আমরা background হিসেবে একটা সলিড লেয়ার খুলবো নিচের নিয়মে


Bootanimation টা normal হবে তাই বেশী সময় লাগবে না তৈরি করতে। এবার কোন লেয়ার select না করে উপুর থেকে নিচের দেখানো tool select করে কিবোর্ড এর shift key চেপে রেখে নিচের মত করে 5 টি বৃত্ত তৈরি করুন।



এবার circle1 এর stroke এর পরিমান নিচের মত করে কমিয়ে নিন।

এভাবে circle1=4,circle2=22,circle3=33,circle4=15,circle5=3 stroke দিয়ে নিচের মত করে সাজিয়ে নিন।

Circle 1 select করে নিচের নিয়মে trim path add করুন।

এবার treampath ব্যাবহার করে animation তৈরি করবো।নিচের মত করে time tracker 0 sec এ রেখে end=00 দিয়ে একটা keyframe add করুন।

2 sec সামনে যেয়ে end=100 দিয়ে আর একটি keyframe add করুন।

তারপর keyframe select করে নিচের নিয়মে তাদের easy ease এ পরিনত করুন।

একই নিয়মে circle4 select করে trimpath add ও keyframe add করুন।

এবার circle 3 এ dash add করুন নিচের নিয়মে

Circle 3 leyar এ আগের নিয়ম এ trimpath add করুন শুধু এবার end=00 না দিয়ে start=100 এবং 2 sec পরে start=00 দিন।

আবারও একই নিয়মে circle 5 এ dash ও trimpath add করুন circle3 leyar এর মতো ।


এবার circle 3 select করে keyboard থেকে ‘R’ clickকরলে rotation panel বের হবে। rotation এর পাশে stopwatch icon এ keyboard এর alt বোতাম click করে রেখে click করলে একটা যায়গা দেখাবে সেখানে (time*30) লিখতে হবে।

একই ভাবে circle 5 এ click করে (time*-45) লিখুন।

বাহ একটি খুবই সাধারণ animation তৈরি হয়ে গেলো। আরও অনেক কিছু add করা গেলেও basic একই।
এবার time indicator কে 5sec এ রেখে keyboard এর ‘N’ এ ক্লিক করুন। তারপর নিচের মতো করে render queue এ add করুন

তারপর format থেকে png sequence select করে ok এ click করুন।

তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করে local disck করে একটা folder open করে location select করে দিন।

এবার render এ ক্লিক করুন।

বাহ অর্ধেক কাজ শেষ হল। পরের পার্ট এ bootanimation তৈরি ও phone এ set করবো।
বিদায় সবাইকে (Live and let live).

2 thoughts on "Adobe aftereffect দিয়ে bootanimation তৈরি করে phone set করা।(part1)"

  1. NS Sabur Legend Author says:
    গুড
  2. Monir Sarkar Pro Author says:
    দারুন

Leave a Reply