Hello friends,
Part1 এ তৈরি করা png দিয়ে আমরা এই পার্ট এ সহজ নিয়মে bootanimation তৈরি করবো। তবে bootanimation তৈরির আর কোনো নিয়ম আছে কি না তা আমার জানা নেই। তো চলুন শুরু করা যাক।
আমাদের তৈরি করা animation ছোট তাই আমাদের bootanimation এর পার্ট ২ টা করবো। প্রথমে নিচের মতো করে (part0,part1) নামে দুইটা folder খুলুন।

আমি আমার png sequence এর 61 no png পর্যন্ত part0 এর মধ্যে রাখব কারন, আমার ক্ষেত্রে 60 no png টা হল

দেখা যাচ্ছে 60 নং png এ এসে আমার trimpath এর animation শেষ হয়। তাই আমি 60 no এর পরের png অর্থাৎ 61 no png পর্যন্ত part0এর মধ্যে রাখবো।

বাকি png গুলা আমি part1 এর মধ্যে রাখবো।

তারপর desc নামে একটা text document open করুন।

তারপর desc open করে নিচের মতো করে লিখুন।

এবার জানব কথায় থেকে animation এর frame rate পাব। আমাদের তৈরি animation টা open করুন adobe aftereffect এ তারপর composition এ right click করে composition setting এ click করে frame rate দেখতে পারবেন।



এবার desc এর পরের লাইন এ যাওয়া যাক। এখানে “C” দিয়ে বোঝানো হয়েছে Compulsory অর্থাৎ বাধ্যতামূলক । আর “C” এর পর ১ দেওয়ার কারন হচ্ছে part0 কে বাধ্যতামূলক ভাবে ১ বার play করতেই হবে।(বলে রাখা ভালো “C” এর পরিবর্তে “P” ও ব্যবহার করা যায়।)
পরের লাইন এ দেখা যাচ্ছে সবই আগের লাইন এর মতো শুধু আগের 1 এর জায়গায় 0 দেয়ে হয়েছে। এর কারন আগেই বলেছি (c এর পর 1 দেয়ার অর্থ হল part0 কে বাধ্যতামূলক ভাবে 1 বার play করতে হবে। যদি 2 দিতাম তাহলে এর অর্থ হত part0 কে বাধ্যতামূলক ভাবে 2 বার play করতেই হবে। আর c এর পর 0 দেয়ার অর্থ হল part0 কে বাধ্যতামূলক ভাবে ঠিক ততোটা সময় play করতে হবে যতক্ষণ পর্যন্ত phone এর lock না খলে।
এবার desc file টা save করুন।

এবার নিচের মতো করে file 3 টা কে add to archive এ দিন।

তারপর file format .zip select করে compression method দিন store.

তৈরি হয়ে গেলো আমাদের bootanimation file.

এবার আমরা শিখব bootanimation file কিভাবে সহজ নিয়মে rooted phone এ add করা যায়।
প্রথমে bootanimation টা আপনার phone এ নিয়ে নিন। তারপর playstore থেকে যেকোনো একটা rootbrowser file manager download দিন।

Root directory এ click করুন।

তারপর system এ click করুন।

তারপর media তে click করুন।

তারপর bootanimation টা সেখানে paste করে দিন। তারপর নিচের মতো করে permission এ click করে নিচের মতো permission দিয়ে দিন।


এবার phone lock করে খুলুন আপনার bootanimation তৈরি। পরবরতিতে flash file এর মাধ্যমে bootanmation add করার পদ্ধতি দিবো।
বিদায় সবাইকে আজকের মতো।(Live and let live.)

7 thoughts on "Adobe aftereffect দিয়ে bootanimation তৈরি করে phone set করা।(part2)"

    1. KingOptimus Contributor Post Creator says:
      Tnx bro ❤
  1. Naiem Newaz Contributor says:
    Next post a zip file tar link diyen ?❤
    please ? ?
    Device : xiaomi redmi note 4 mtk (rooted)
    ? Twrp nikel installed ??
  2. KingOptimus Contributor Post Creator says:
    Zip ta amar phoner screen er size onujayi. Apnar phoner screen er size lagbe.
  3. মামুন Author says:
    photoshop application tar link din
  4. KingOptimus Contributor Post Creator says:
    3 ta part eksathe rekhe extract korun.

Leave a Reply