আসসালামু-আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ? অনেকদিন পর আবার ট্রিকবিডিতে আসলাম।

ট্রিকবিডিতে শুনলাম কম্পিটিশন হচ্ছে প্রযুক্তি বিষয়ক পোষ্ট নিয়ে – Nishan Ahmed Neon ভাইয়ের সহযোগীতায় (sponsor) আর রানা ভাইয়ের মাধ্যমে।

 

এতে ট্রিকবিডির কিছুটি ভালো হবে। যদি প্রতিদিন কয়েকটা প্রযুক্তি বিষয়ক (self-writed) পোষ্ট হয় ,তবে মন্দ কি! TRICKBD WILL BE GROW UP…

 

//

 

Free Calling

তো আপনারা তো নিশ্চই টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়ে পোষ্ট।

 

এই দুনিয়াতে বা ভার্চুয়াল দুনিয়াতে কিছু পেতে হলে কিছু দিতেও হয়। আবার কিছু ফ্রি পেলেও এতে অনেক লিমিটেশন থাকে।

আজ আমি কয়েকটি ওয়েবসাইট পেয়েছি যা দ্বারা আপনি ফ্রি’তে Anonymously বিশ্বের যেকোন দেশের যেকোন নম্বারে কথা বলতে পারবেন।

কিন্তু! আসল সমস্যা হলো পুরো দিনে বা ২৪ ঘন্টায়,
১ম ওয়েবসাইটে ১মিনিট,
২য় ওয়েবসাইটে ২ মিনিট এবং
৩য় ওয়েবসাইটে ১ মিনিট
কথা বলতে পারবেন।

ওয়েবসাইটগুলো হলো

Spytox.com

Peeplookup.com

Reverse-lookup.co (not tested)

HOW TO USE FREE CALL

আমরা বাঙ্গালীরা তো কেমন জানেনই।। কোন কিছু ফ্রি পেলে জাপিয়ে পড়ি। তাই মনে হয় এইগুলো আমাদের তথা বাংলাদেশীদের জন্য ব্লক করে দেয়া (কল হয় না)।।

সে জন্য আমাদের ব্যবহার করতে হবে কোন ভিপিএন। তাছাড়া হ্যাক করতেও লাগবে এটি।

প্রথমে কোন ভিপিএন এ ডুকে (যেকোন দেশ) কানেক্ট করে ওয়েবসাইটের একটিতে ডুকুন।

এই ওয়েবসাইট গুলো ব্যবহার করতে সবসময় কোন ভালো ব্রাউজার ব্যবহার করবেন! আমি সাজেষ্ট করবো Google Chrome Browser

অবশ্যই Incognito মোড ব্যবহার করবেন!!
না হলে পরবর্তীতে হ্যাক করতে সমস্যা হতে পারে।

।।

সব ওয়েসাইট একিরকম। সো, প্রথমে যেকোন একটা ওয়েব সাইটে যাবেন। তারপর নিচে দেখবেন মোবাইলের মতো আছে। লোডিং হলে হতে দিন। লোডিং শেষ হলে Call এ ক্লিক করবেন।
দেখবেন আপনার ইন্টারনেট কানেকশন (নেট-স্প্রিড) ঠিক আছে কি না।
না হলে সমস্যা করতে পারে।

তারপর Flag এ ক্লিক করে Bangladesh এর  পতাকা লাগিয়ে দিবেন তথা +880।
তারপর আপনার মোবাইল নম্বার লিখবেন – যাকে কল দিতে চান।

আস্তে আস্তে connecting তারপর ringing এরকম আসবে। আপনার কাছে Mic এর পারমিশন ও চাইতে পারে। দিয়ে দিবেন।
Now talk…

HOW TO HACK FREE CALL

 

লিমিটেশন থাকলেই ইচ্ছে করে এটাকে Unlimited করার। কারণ যে, আমাদের ব্রেন স্বাধীনতা প্রেমী।
তো আমিও একজন মানুষ হওয়ায় খুঁজে বের করলাম হ্যাক এর পথ।

এরজন্য আপনাকে অনেক IP লাগবে। ভিপিএন দিয়ে হলেও একটা সার্ভার দু-বার Use করা যাবে না।
তাই আপনারা এগুলো use করতে পারেন।

(find tutorial, connecting vpn or proxy on internet, if you don’t know)

আপনি কথা বলতে বলতে (৩টা ওয়েবসাইটে) যদি লিমিট শেষ হয়ে যায়, ব্রাউজার ক্লোজ করে আবার ভিপিএনে নতুন সার্ভার বা নতুন কোন Proxy লাগিয়ে আবার ঐই ওয়েবসাইটে ডুকবেন।

**একটু লোডিং নিতে পারে, ওয়েট করবেন। তারপর আবার নম্বার দিয়ে ট্রাই করবেন! কিন্তু শুধু মাত্র একবার!! না হলে আবার লিমিট শেষ দেখাবে। সেজন্য আপনার নেট স্প্রিড ভালো থাকতে হবে এবং ভালোমানের প্রাক্সি ইউজ করতে হবে।

একবারই ট্রাই করবেন, নম্বার ভুল – নেট স্লো এরকম কিছু হলে কল যাবে না। এবং আবার ট্রাই করলে দেখাবে লিমিট শেষ।

এবং এডে ক্লিক করতে ভুলবেন না ? ফ্রি নিচ্ছেন তাদেরকেও কিছু দেন। না হলে পরে যদি টাকার অভাবে বন্ধ করে দেয়!! ?

 

//

TIME TO END

আজ এই পর্যন্তই। শুধু আপনাদের সাথে একটি ছোট মাত্র ট্রিক শেয়ার করলম।

কম্পিটিশনে আমিও আগ্রহী। আপনাদের সামনে ভালো কিছু উপস্থাপন করতে চাই। পোষ্ট লিখতেছি – তথ্য সংগ্রহ – উপস্থাপন – লেখা — একটু কঠিনই বটে। ?

যাইহোক, আপনারাও অংশগ্রহণ করুন অন্যকেও আগ্রহী করুন – শেয়ার করুন সবার সাথে।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।

13 thoughts on "ফ্রি কল করুন বিশ্বের যেকোন দেশে পুরো Anonymousely! সাথে থাকছে Limitation হ্যাক!"

  1. FAIHAD Contributor says:
    ভাইয়া কিছু মনে করবেন না।রানা ভাই বলছেন Trainer Compation এর জন্য পোষ্ট করলে,Trainer Compation ক্যাটাগড়িতে পোষ্ট করতে
    1. Avatar photo Labib Author Post Creator says:
      আমি ট্রেইনার (প্রাইমারি) – হ্যাকিং ও টেকনোলজি ক্যাটাগরিতে পোষ্ট করেছি। এখন আবা চেঞ্জ করতেছি। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
  2. Avatar photo NS Sabur Legend Author says:
    গুড
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ।
  3. Avatar photo ABUBOKOR Contributor says:
    খুব ভাল পোস্ট,আর খুব সুন্দরভাবে উপস্হাপন করেছেন।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ?
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks
  4. Avatar photo Sajeeb Contributor says:
    gooooooooooooooooooooooooooooooooodddddddddddddd
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks

Leave a Reply