আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছে।

আজকে আমরা দেখবো কীভাবে WiFi এর BDIX Speed বাইপাস করবো। তবে সব WiFi এ কাজ করবে না। আমি যেই WiFi ব্যাবহার করছি এটাতে কিছু কিছু VPN এ speed বাড়ে আবার কোনো কোনোটা কাজ করেনা।

আজকে কয়েকটা VPN শেয়ার করবো। যেটাতে আপনারো BDIX Speed বাইপাস হতে পারে। আমি ৩ টাই টেস্ট করে দেখেছি আমার শুধু VPN lat এ স্পিড বাইপাস হয়। অন্য গুলাতে কোনো কাজ হয় না।

সব গুলো VPN এর লিংক পোস্টের নিচে দেওয়া থাকবে।

VPN lat এবং Bangla VPN এর মুড মুড করা আছে আর iTop VPN এখনো মুড করা হয় নি। মুড করা হয়ে আমি এই পোস্টে মুডের ডাউনলোড লিংক দিয়ে দিবো আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলেও মুড অ্যাপটি পেয়ে যাবেন। আপাতত iTop VPN Play Store থেকে ডাউনলোড করে নিয়েন।

VPN lat ডাউনলোড করার পর ইন্সটল করবো। তারপর নোটিফিকেশন এর পারমিশন চাইবে। পারমিশন দিয়ে দিবো।

এখন Accept বাটনে ক্লিক করবো।

তারপর বাংলাদেশ লিখার উপর ক্লিক করবো।

এখানে থেকে Dhaka সিলেক্ট করবো।

তারপর Connect এ ক্লিক করে Connect করে নিবো। এখানে Ping টা লক্ষ্য করবেন যে বেশি আছে না কম আছে যদি বেশি থাকে তাহলে অনেক সময় কানেক্ট হতে সমস্যা করে আবার কানেক্ট হয়ে গেলেও স্পিড বাড়ে না।

সব গুলো একবার একবার করে ট্রাই করবেন কোনটা স্পিড বাড়ে। আমি Amber IT WiFi ব্যাবহার করছি। আপনার ক্ষেত্রে অন্যটাও কাজ করতে পারে।

Bangla VPN এর ক্ষেত্রে প্রথমে Bangla VPN App টি ডাউনলোড করে ইন্সটল করবো। তারপর Continue to App বাটনে ক্লিক করবো।

আবার Continue To App বাটনে ক্লিক করবো।

এখন Auto বাটনে ক্লিক করে বাংলাদেশ সার্ভার সিলেক্ট করবো। তারপর মাঝে যেই চাবির মতো আইকোন দেওয়া আছে সেখানে ক্লিক করবো। তাহলে VPN কানেক্ট হয়ে যাবে। আর সার্ভার সিলেক্ট করার সময় যেই সার্ভার এর পিং কম সেই সার্ভারটাই সিলেক্ট করবেন।

VPN lat কানেক্ট করার পর আমার WiFi এর ডাউনলোড স্পিড 6-8 MBps পর্যন্ত যায়। আর আমার WiFi এর অরিজিনাল ডাউনলোড স্পিড 1.8 MBps.



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

25 thoughts on "যেভাবে WiFi এ BDIX Speed বাইপাস করবেন ?"

  1. Rifat Khan Contributor says:
    শেষ করে দিলেন ভাই
    এর আগের এপগুলা বন্ধ হয়ে গেছে।
    কদিন পর এটাও বন্ধ হয়ে যাবে।
    আবার দেখবেন ওয়াইফাই মালিকরা এইসব বাইপাসই দিবে বন্ধ করে।
    1. rakib.hossain.eaysin Contributor says:
      Apnar konta kaj korche?
  2. Rahel Contributor says:
    Bhai worked thanks
    But post ta delete kore den
    Please
    1. zerox Author Post Creator says:
      Post Delete শুধু Admin ই করতে পারবে ?
    2. TrickBD Support Moderator says:
      নিজের যেমন কাজে লেগেছে অন্যদের ও তেমনিভাবে কাজে লাগতে হবে।
      জানার পোস্ট।
      ডিলিট করার কোনো কারণ নেই।
      নিজে জানতে পারলেন, অন্যদের ও শেয়ার করে জানার সুযোগ করে দিন।

      ট্রিকবিডির স্লোগান, Know for Sharing

    3. RANehal Contributor says:
      Eka eka gu khawar chaite sobai mile misti khawa valo
    4. rakib.hossain.eaysin Contributor says:
      VPN lat work ?
  3. Rehal Contributor says:
    PC te kamna bypass kora jai?
    1. zerox Author Post Creator says:
      ইমুলেটর এ Android App ইন্সটল করে ট্রাই করতে পারেন।
  4. ZahidulIslam528 Contributor says:
    কাজ করছে ধন্যবাদ। বাট অ্যাপগুলো virus total ওয়েবসাইটে স্ক্যান করলে যে রেজাল্ট দেখাচ্ছে তাতে তো ভয় হচ্ছে।গ্রুপে যত অ্যাপ শেয়ার করছেন সবগুলো আপনার নিজের মুড করা নাকি তাছাড়া অ্যাপগুলো ইউজ করলে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কি না?
    1. zerox Author Post Creator says:
      আমি যেই সব মুড শেয়ার করেছি সব গুলাই আমার মুড করা তাই ভয়ের কিছু নেই। আসলে app এর কোড Change করলে তারপর থেকে app গুলা ভাইরাস ডিটেকটেড দেখায়।
  5. HuntetBoyJubayer Contributor says:
    কম্পিউটার থেকে ব্যবহার করার কোন উপায় আছে?
    1. zerox Author Post Creator says:
      PC তে আমি ট্রাই করিনি, তবে ইমুলেটর এ Android App ইন্সটল করে ট্রাই করতে পারেন।
    2. Ashikur Rahman Contributor says:
      আমার কাছে আছে
      Kock dan @Ashikur8765
    3. Ashikur Rahman Contributor says:
      Telegram @Ashikur8765
  6. 420 Contributor says:
    Vpn er speed bypass kra jabe naki
  7. FerdousZone Contributor says:
    Bangla vpn install hoi nah amr device a
    vpn lat amr isp te kaj kore nah
    onno kono upay thakle bolbn please
    apnar Facebook id ba messenger id tah ditn vaiya
    1. zerox Author Post Creator says:
      Telegram এ ম্যাসেজ করেন। আমি ফেসবুকে তেমন থাকি না।
  8. Danger Rafi Author says:
    Bro amar wifi isp te lat vpn kaj korena,,, 1000+ ms thake… Tahole bangla vpn diye ki hobe.?
    1. zerox Author Post Creator says:
      VPN lat এর এখন বাংলাদেশ সার্ভারে পিং বেশি থাকছে। মাঝে মাঝে এই সমস্যা করে।
      আপনি Tikvpn / Bangla VPN Check করে দেখতে পারেন।
    2. Danger Rafi Author says:
      Vai Beast VPN mode tar tutorial anen parle…
  9. Abdus Sobhan Author says:
    Android 13 te kaj kore vai ?
    1. zerox Author Post Creator says:
      হুম, করবে।
  10. Morshalin Contributor says:
    Amar WiFi internet Carnival er ….. Amar ki hobe?
  11. λττιτυδξ κιζζεπ Contributor says:
    PC te emn bypass korar way bolen

Leave a Reply