বর্তমানে আমরা প্রায় সবাই Youtube,Facebook,Instagram ব্যবহার করে থাকি এবং অনেকসময়েই আমাদের এগুলো থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে।আমরা এইসব ভিডিও ডাউনলোডের জন্য বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে থাকি।তবে এগুলোতে প্রায় সময়েই বিজ্ঞাপনের ঝামেলা থাকে।কিন্তু, Telegram Bot ব্যবহার করলে থার্ড-পার্টি অ্যাপ-ওয়েবসাইট এবং বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ভিডিও ডাউনলোড করা যায়।আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইতিমধ্যে কোনো না কোনো Telegram Bot use করে ভিডিও ডাউনলোডের জন্য।এক্ষেত্রে,আলাদা আলাদা Platform এর জন্য আলাদা আলাদা bot use করতে হয়।তাই আজকে এমন একটি bot নিয়ে আসলাম যেটা দিয়ে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।তাহলে শুরু করা যাক।

-প্রথমেই এই bot টি start করতে হবে।Bot Link

-এখন Youtube,Facebook বা Instagram এর যেকোনো ভিডিওর লিংক send করলেই তা ডাউনলোড করতে পারবেন।

প্রথমেই Youtube এর লিংক দিয়ে দেখা যাক

এখন MP3 নাকি Video ডাউনলোড করবেন তা select করতে হবে।

এরপরেই bot আপনাকে ভিডিওটি পাঠিয়ে দিবে এবং এখান থেকে খুব সহজেই তা ডাউনলোড করতে পারবেন।

একইভাবে এবার ফেসবুকের একটি লিংক পাঠিয়ে দেখা যাক।

দেখুন ফেসবুকের ভিডিও চলে এসেছে।

এভাবে আপনি যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।

 

 

বিভিন্ন Tips and Tricks পেতে Join করতে পারেন: t.me/techztricks

One thought on "একটি Telegram Bot দিয়েই Download করুন যেকোনো ভিডিও"

Leave a Reply