প্রিয় Trickbd.com এর ভিজিটর আশা করি ভালো আছেন।
আজকের নতুন টিউটোরিয়াল এ আপনাকে স্বাগত।
আপনার বা আপনার পরিচিত যে কেউ হতে পারে
ভোটার হয়েছে বা হয়েছেন কিন্তু এসএমএস আসেনি তাই ত?
অনেকেই রীতিমতো চিন্তায় পড়ে গেলেন
কারণ একই সাথে অনেকেই ভোটার হয়েছিল তার মধ্যে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের এসএমএস আসছে কিন্তু আপনার আসেনি, এটা আসলেই চিন্তার বিষয়।
এসএমএস না আসলেও কি এনআইডি পাওয়া সম্ভব ?
উত্তর : জ্বি, এসএমএস না আসলেও আপনি এনআইডি কার্ড পেতে পারেন। কারণ অনেক সময় ভুলবশত এসএমএস আসেনা। যার কারণে আমরা এনআইডি পাইনা।আবার অনেক সময় এসএমএস আসলেও মোবাইল বন্ধ থাকলে বা সিম হারিয়ে ফেললেও আমরা বুঝতে পারিনা। ত যাই হোক এই পোস্ট আশা করি কাজে লাগবে।
অনেকের এসএমএস না আসার কারণ কি ?
◑হয়তো আপনার এনআইডি এখনও প্রস্তুত হয়নি
◑সার্ভারের ক্রুটি হতে পারে
◑আপনার আবেদন বাতিল করা হয়েছে
উপরোক্ত কারণগুলোর যেকোনো ১টা হতে পারে।
এসএমএস না আসলেও কিভাবে বুঝবেন আপনার এনআইডি কার্ড প্রস্তুত কিনা?
SMS না আসলেও কিভাবে জানবেন আপনি NID পাবেন নাকি পাবেন না সেটা! তার জন্য লাগবে আপনার Form Number বা Slip Number এবং জন্ম তারিখ।
এই দুটি তথ্য আপনার কাছে থাকলে আপনি সহজেই জানতে পারবেন আপনার এনআইডির বর্তমান অবস্থা কি? এনআইডি প্রস্তুত হয়েছে নাকি হয়নি!
ত তার জন্য সর্বপ্রথম এই লিংকে ক্লিক করে একটা ওয়েবপেইজে চলে যাবো। যেখানে পূর্বের ২টা তথ্য স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার জন্য অপশন থাকবে।
নিচের স্কিনশট খেয়াল করুন :
এবার প্রথম ঘরে Form Number বা Slip number এবং পরবর্তী তিনটা ঘরের মধ্যে প্রথম ঘরে তারিখ, এরপরে মাস এবং ৩য় ঘরে সাল দিবো।
সর্বশেষ Captcha টা পূরণ করে সাবমিট এ ক্লিক করুন।
এবার আপনার কাছে দুই’ রকম ওয়েবপেইজ আসতে পারে।
১.এমন একটি পেইজ যেখানে বিভাগ, জেলা,উপজেলা সিলেক্ট করতে বলবে
২.একই পেইজে লাল রংয়ের লিখা থাকবে দুঃখিত আপনার ফর্ম নাম্বার ভুল।
যদি ১নং কথাটি বা নিচের মতো আসে তাহলে বুঝে নিন আপনার NID Card ১০০% প্রস্তুত এবং ডাউনলোড করতে পারবেন।
যদি ২নং পেইজ বা নিচের মতো আসে তাহলে বুঝবেন আপনার, NID Card এখনও পর্যন্ত প্রস্তুত হয়নি অথবা আবেদন গৃহীত হয়নি।
আশা করি আপনি বুঝতে পারছেন বিস্তারিত।
তারপরও না বুঝে থাকলে নিচের ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে সেটা দেখে নিন।
ভিডিও টিউটোরিয়াল দেখুন :
কোন সমস্যা হলে কমেন্ট করুন
অথবা
যেকোনো প্রয়োজনে জয়েন করুন এ
Author : T@HER
আমার ওয়েবসাইট লিংক :
অনুগ্রহ করে
পুনরায় পড়ুন।
আশা করি পোস্টটি কাজে আসবে।
এইরকম আসলে নির্বাচন কমিশন অফিসে বললেই সমাধান করে দেয়।আমার এলাকার অনেকের এইরকম আসছে। শেষে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সমাধান করা হইছে।