একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) হল একটি নেটওয়ার্ক প্রযুক্তি যা একটি পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে একটি নিরাপদ নেটওয়ার্ক সংযোগ তৈরি করে, যেমন ইন্টারনেট। ব্যক্তিগত ওয়েব ট্রাফিককে স্নুপিং, হস্তক্ষেপ এবং সেন্সরশিপ থেকে রক্ষা করতে ভিপিএন ব্যবহার করা হয়। এখানে একটি VPN ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে:-

উন্নত নিরাপত্তা: ভিপিএনগুলি আপনার ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট করে, এটিকে আরও সুরক্ষিত করে এবং অন্যদেরকে আপনার ডেটা আটকাতে বাধা দেয়।

গোপনীয়তা: ভিপিএনগুলি আপনার আইপি ঠিকানা এবং অবস্থান লুকিয়ে রাখে, আপনাকে বেনামে ইন্টারনেট ব্রাউজ করার অনুমতি দেয়।

অবরুদ্ধ সামগ্রীতে অ্যাক্সেস: VPNগুলি আপনাকে আপনার অঞ্চলে ব্লক করা হতে পারে এমন ওয়েবসাইট এবং সামগ্রী অ্যাক্সেস করতে দেয়।

সর্বজনীন Wi-Fi-এ সুরক্ষা: আপনার সংযোগ এনক্রিপ্ট করে এবং অন্যদের আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা থেকে বিরত করে সর্বজনীন Wi-Fi ব্যবহার করার সময় VPNগুলি আপনাকে রক্ষা করতে পারে।

 

আজকে আমরা কথা বলবো কিভাবে Zenmate ভিপিএন ফ্রি নিবেন ।

প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ক্রোম ওয়েব স্টোর । এখানে আপনাকে প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে ।

 

এখানে সার্চ দিবেন Zenmate  ভিপিএন  

এরপরে ক্রমে জুড়ুন বাটনে ক্লিক করবেন

অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করবেন

এক্সটেনশন ডাউনলোড হওয়ার সাথে সাথেই একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে আপনি স্টার্ট ইউর ৭ ডে ফ্রী ট্রায়াল’ বাটনে ক্লিক করবেন

নিচে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন

এরপরে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল আসবে সেটি ভেরিফাই করে নিবেন

ভেরিফাইড হলে এই রকম আসবে

এবার মাই একাউন্টে চলে গিয়ে একটি রিলোড দিবেন

এখন দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস এক্টিভ দেখাচ্ছে এবার আপনি যেকোন দেশে কানেক্ট করতে পারবেন

 

এখন আমি আপনাদেরকে একটি নতুন ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখান থেকে আপনি একটি জিমেইল দিয়ে হাজার হাজার জিমেইল জেনারেট করতে পারবেন পারবেন । যখন আপনাদের সাতদিনের ট্রায়াল’ শেষ হয়ে যাবে তখন এই ওয়েবসাইটে এসে আপনারা নতুন জিমেইল জেনারেট করে আবার ট্রায়াল’ নিবেন এবং ট্রায়ালের ভেরিফিকেশন কোড আপনাদের মেইন জিমেলে আসবে। এভাবেই এখন ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

 

Gmail Generator – click here

18 thoughts on "যেভাবে Zenmate ভিপিএন ফ্রিতে ব্যবহার করবেন"

  1. TAHER Author says:
    কিন্তু অন্য ভিপিএন ব্যবহার না করে এই ভিপিএন কেন ব্যবহার করবো কারণ কি, সুবিধা অসুবিধা উল্লেখ করা উচিৎ ছিল
    1. Asif Contributor Post Creator says:
      সামনে থেকে আরো ভালোভাবে লেখার চেষ্টা করবো । ধন্যবাদ
    2. TAHER Author says:
      That’s better
  2. Levi Author says:
    অ্যান্ড্রয়েড অ্যাপ আছে?
    1. Asif Contributor Post Creator says:
      হ্যাঁ । প্লে-স্টোরে আছে ।
    2. Levi Author says:
      ধন্যবাদ।
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    আরেকটু যদি সাজিয়ে লিখতেন ভালো হতো লিখা গুলো
    1. Asif Contributor Post Creator says:
      এইটাই আমার প্রথম পোস্ট । সামনে থেকে আরো ভালোভাবে লেখার চেষ্টা করবো । ধন্যবাদ
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আচ্ছা
    3. hamana12 Contributor says:
      Express vpn pawa jabe?
    1. Asif Contributor Post Creator says:
      ধন্যবাদ । সাথে থাকবেন ।
    1. Asif Contributor Post Creator says:
      ধন্যবাদ । পাশে থাকবেন ।
    1. Asif Contributor Post Creator says:
      ধন্যবাদ । মন্তব্য করার জন্য ।
  4. hamana12 Contributor says:
    Express ki eivabe hobe?

Leave a Reply