আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমিও আলহামদুলিল্লা ভাল আছি।যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করবেন। :mrgreen:

খুব কম মানুষই আছে যিনি নোকিয়া ১১০০  মুঠোফোনটি দেখেননি।  আপনাদের হইত বিশ্বাস হচ্ছেনা ফিরে আসছে নোকিয়া ১১০০  মুঠোফোনটি নতুন নতুন চমক নিয়ে। নোকিয়া ১১০০  মুঠোফোনটি ২০০৩ সালে বাজারে আসে।নোকিয়া ১১০০  মুঠোফোনটির গেমগুলু আমার খুব ভাল লাগত।

নোকিয়া ১১০০  মুঠোফোনটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। নোকিয়ার সবচেয়ে বেশি বিক্রয়ক্রিত  মুঠোফোনটি এটি।নোকিয়া ১১০০  মুঠোফোনটি সারা বিশ্বে ২৫ কোটি বিক্রি হয়েছে। নোকিয়া দাবি করছে, এটিই পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোনসেট।বর্তমানে নোকিয়ার মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের অধীনে। ফিনল্যান্ডের নোকিয়ার কাছ থেকে গত বছর মোবাইল ফোন বিভাগ কিনে নেয় মাইক্রোসফট।

নতুন নোকিয়া ১১০০  মুঠোফোনটিতে থাকছে android 5.0 operating system. আরও কি কি চমক থাকছে এই নোকিয়া ১১০০  মুঠোফোনটিতে তা নিয়ে একটি ভিডিও বানিয়েছি।আশা করি ভাল লাগবে।

https://www.youtube.com/watch?v=KJoF5DSkEP4

যদি টিউনটি ভাললাগে অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। :mrgreen:  যদি টিউনটি ভালনা লাগে অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই জানাবেন কেন বা কি কারনে ভাল লাগেনি। 😥  😥  😥  😥

সবাইকে ধন্যবাদ। শুভ রাত্রি।আমর জন্য সবাই দোয়া করবেন।       😎  😎  😎  😎  😎 :mrgreen:

কোন পরামর্শ থাকলে জানাতে পারেন।

আরও ভিডিও টিওটোরিয়াল পেতে আমার Youtube channel এ Subscribe করতে পারেন।

Tech puzzle:

https://www.youtube.com/channel/UCRCAquogakpy15CDTDCFWfQ

8 thoughts on "ফিরে আসছে নোকিয়া ১১০০ মুঠোফোনটি নতুন চমক নিয়ে !!!!!!!!!"

  1. Avatar photo Utsho Ahsan Contributor says:
    হুম ভালো লাগল
    1. Avatar photo mahbub666 Author Post Creator says:
      ধন্যবাদ।
  2. Avatar photo HelalKhan Contributor says:
    দাম কত??
    1. Avatar photo mahbub666 Author Post Creator says:
      এখনও দাম প্রকাশ করা হইনি।

Leave a Reply