ফেভোরিট দল বাংলাদেশ থাকলেও এর কোন
অগোছালো আর আত্ববিশ্বাহীনভাবে
খেলেছে বাংলাদেশ। আর ফলাফল পরাজয়। শেষ
পর্যন্ত ৪৫ রানে হারতে হয় টাইগারদের।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে
নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে
১৬৬ রান সংগ্রহ করেছে ভারত।
১৬৭ রান। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১২১ রান
করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন,
সাব্বির রহমান। তার ব্যাক্তিগত সংগ্রহ ৪৪।
8 thoughts on "ভারতের কাছে টাইগারদের শোচনীয় পরাজয"