কোথায় নেই নির্ঘুম একটুকরো অন্ধকার,
যদি কনো দিন কেটে যায় অহংকার ভেঙে
ঘুম হয়ে এসো ফিরে আবার সেই চেনা রাতে ।
প্রভাতে
করবো উৎযাপন ভালবাসাময় দু চোখের আয়নায় রুপকথার
প্রেম সমাহার।
এ প্রেমে নেই কোনো হারানো খবরের বায়না শুধু হৃদয়ের
স্পন্দন শোনার প্রতিহ্মা যেন শেষ না হয় হাজার বছর
ঐ উপমায় গড়া মুখ খানি না দেখে যেন স্বপ্নও না আসে
যদি পারে আসুক কেবল মৃত্যুর আকাশ নুয়ে দু-জনার জীবন
জুড়ে ।
চল হারাবো, হারাবে ঐ মানে হীন প্রেমময় মৃত্যুর
ভিড়ে ?
দেশের বৃহত্তম সাইন্স ওয়েবে আমন্ত্রিত
2 thoughts on "প্রেমময় মৃত্যুর ভিড়ে"