মাস চারেক হল আমার নতুন সাইট খুললাম। এতদিন লেখালিখির আর পরিশ্রমের পর অনেকেই এখন সাইটের সদস্য। কিন্তু সমস্যা হল, হোষ্টিং এর খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলাম। তাই ভাবলাম সাইটে এড দেই। তো প্রথমে গ্রিন রেড থেকে এড নিলাম। করে ১২০০+ গত এক মাসে আমার ইনকাম মাত্র ৮ টাকা অথচ ইম্প্রেশন শো করে ১২০০+। বলতেও লজ্জা হচ্ছে।
এর পর টিটি তেই একটা টিউন দেখলাম, যে গ্লোসি এডস নামে কম্পানি নাকি ভাল রেভিনিউ দেয়। তো সেখান থেকেও একটা এড নিলাম।
ওরা মোটামুটি ভালই রেভিনিউ দিচ্ছে গত ১০ দিনেই ৫০ টাকার মত হল।
কিন্তু এখনো পেমেন্ট পাইনি।
এর সাথে ইয়ালিক্স এড মিডিয়া নামক সাইট থেকে একটা এড দিলাম কিন্তু গত এক সাপ্তাহে কোন আর্নিং হয়নি। অথছ ক্লিক ইম্প্রেশন ঠিকই হচ্ছে।
আমার খুব বেশি লাভ, ইনকাম, বা টাকা কামানোর ইচ্ছা নেই। আমি চাই আমার শুধু ডোমেন হোষ্টিং এর খরচ উঠলেই হল।
আর ভিজিটদের ও যত কম এডে দেখানো যায় ততই ভাল। কিন্তু, যা ঘটছে এতে আমি সারা বছরে ডোমেন এর খরচ উঠাতে পারবো কিনা সন্দিহান।
আর আমার কোনো পেপাল নেই।
তবে পেইজা আছে। তাই এক্সপার্টদের মধ্যে কেউ যদি সাহায্য করতেন। কিভাবে বা কোন প্রতিষ্ঠানের এড নিলে ভাল রেভিনিউ পাব আর খরচ উঠাতে পারবো জানলে কৃতজ্ঞ থাকতাম।
বিঃদ্রঃ আমার পেপাল নেই। তবে পেইজা, বিকাশ, ডাচ বাংলা ইত্যাদি আছে।
কেউ সাহায্য করেন প্লিজ প্লিজ প্লিজ। নাহলে আমাদের শখের সাইট টা কিভাবে চালাবো বুঝতে পারছিনা।
আমার সাইট এখানে দেখুন।
see more→ http://www.techtunes.com.bd/google/tune-id/344437
বাংলাদেশি ভিজিটর এর রেভিনিউ কম। তাই অল্প ভিজিটরে বেশি ইনকামের ইচ্ছা থাকলে বিদেশি ভিজিটর টার্গেট করে কাজ করেন। অনেকসময় বাংলাদেশ/ইন্ডিয়ান ভিজিটর এর ১০০ ক্লিকে US এর ১ ক্লিকের সমান রেভিনিও পাওয়া যায়।
আমার বেশি ইনকামের দরকার নাই শুধু খরচ উঠলেই হইল ।।
অন্য কোন অপশন
বিঃদ্রঃ আমার পেপাল নেই। তবে পেইজা, বিকাশ, ডাচ
বাংলা ইত্যাদি আছে।
আমি আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি।আমাকে ট্রেইনারশীপ দিয়ে ট্রিকবিডি ইউজারদের সেবা করার সুযোগ দিন।
ভাইয়া,আর কিছু বলার নাই।ভাল থাকুন সুস্থ থাকুন,এই কামনাই করি।