গুজরাট লায়ন্সের বিপক্ষে
ভুবনেশ্বর কুমার একাই তুলে নিয়েছেন
চার উইকেট। জিতেছেন ম্যান অব দ্য
ম্যাচের পুরস্কার। তার পরও ম্যাচ শেষে
অতৃপ্তির কথা জানালেন ভারতের
তারকা এই পেসার। কী সেই অতৃপ্তি?
বোলিংয়ে স্লোয়ার নামক ‘অস্ত্র’ নেই
ভুবনেশ্বরের। জানালেন,
বাংলাদেশের কাটার
মাস্টার মুস্তাফিজুর রহমানের কাছ
থেকে স্লোয়ার শিখছেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
মুস্তাফিজের প্রশংসায় করে ভুবনেশ্বর
বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে বোলিং
করতে পারাটা অসাধারণ। আমি তার
স্লোয়ার শেখার চেষ্টা করছি। সে
যেভাবে বল করতে পারে, অন্যরা
সেটা পারে না।’
বৃহস্পতিবার গুজরাটের বিপক্ষে ৪ ওভার
বোলিং করে ৪.৭৫ ইকোনোমি রেটে
মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট
ঝুলিতে জমা করেছেন মুস্তাফিজ।
চাপের মধ্যেও নিজেকে যেভাবে
মেলে ধরেন বাংলাদেশের
বিস্ময় বালক, তাতে রীতিমতো মুগ্ধ
ভুবনেশ্বর। বলেন, ‘আমরা চাপের মধ্যে
ছিলাম। কিন্তু চাপের
মধ্যে স্লোয়ারগুলো খুব কাজ করেছে
মুস্তাফিজের। এটা আমাদের জন্য দারুণ
কিছু বয়ে আনছে।’

আমাদের ফেসবুক পেজে লাইক দিতে এখানে click করুন।

Leave a Reply