প্রথমে আমার সালাম নেবেন। আশা
করি ভালো আছেন। কারন আমাদের
সাথে থাকলে সবাই ভালোই থাকে।
তাই আজ
আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসলাম।
আর কথা বাড়াবো না কাজের কথায়
আসি।
দেশের ৪৮ জেলার ৬১৪
ইউপিতে সকাল ৮টা থেকে ভোট
গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা
বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়ন পরিষদ
নির্বাচনের দুই ধাপের তিক্ত
অভিজ্ঞতার কারণে তৃতীয় ধাপের
নির্বাচনে ভোটারদের অভয় দিলেও
ভোটার শঙ্কা দূর করতে পারছে না
নির্বাচন কমিশন (ইসি)। ফলে
সর্বমহলে সমালোচনায় বিদ্ধ ইসির
কাছে এ ধাপে সুষ্ঠু নির্বাচন করাটা
অনেকটা ‘চ্যালেঞ্জ’ হিসেবে
দাঁড়িয়েছে।
যদিও একমাত্র আইন-শৃঙ্খলাবাহিনীর
সঙ্গে আবার বৈঠক ছাড়া আর
কোনো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা
নেয়নি ইসি। আর এ কারণে
সহিংসতার শঙ্কা কাটেনি সাধারণ
মানুষের।
প্রথম ধাপের তফসিল ঘোষণার পর
থেকে এখন পর্যন্ত দলীয় কোন্দল,
কেন্দ্র দখল, জালিয়াতি ও আধিপত্য
বিস্তারসহ বিভিন্ন ঘটনায়-
সহিংসতায় অন্তত ৪০ জনের
প্রাণহাণির ঘটনা ঘটেছে।
দলভিত্তিক প্রথমবারের মতো ইউপি
নির্বাচন নিয়ে বেশ উৎসাহ তৈরি
হলেও অনিয়ম রোধে ব্যাপক
অভিযোগ আমলে না আনায়
ইসিকে কঠোর সমালোচনার মুখে
পড়তে হয়েছে।
জানতে চাইলে এ বিষয়ে জাতীয়
নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ
চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান
কলিমউল্লাহ বলেন, ইউপি ভোটের
এখনো অর্ধেক পথ বাকি; এরইমধ্যে
প্রায় অর্ধশত মানুষ মারা গেছে। এখন
কার্যকর পদক্ষেপ নেয়ার। ভোটের
দিন সরেজমিন পরিস্থিতি
পর্যবেক্ষণে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যেতে
হবে। তা না হলে সুষ্ঠু ভোট নিয়ে
মানুষের যে শঙ্কা-সংশয় তা অভয়
দিয়েও দূর করা যাবে না।
নির্বাচন কমিশনার মো. শাহ
নেওয়াজ বলেন, ‘তৃতীয় ধাপের
ভোটগ্রহণ শনিবার। আমরা এ বিষয়ে
সজাগ রয়েছি, সতর্ক থাকার জন্যে
আইন শৃঙ্খলাবাহিনীকে বলেছি।
আইন শৃঙ্খলাবাহিনীও পরবর্তী
ধাপগুলোয় ‘শক্তভাবে’ দেখবে বলে
ইসিকে আশ্বস্ত করেছে। আমরা
সবাইকে আশ্বস্ত করতে চাই-গত দুই
ধাপের চেয়ে শক্ত অবস্থানে
থাকবে আইন শৃঙ্খলাবাহিনী।
আপনারা নির্বিঘ্নের নির্ভয়ে এসে
নিঃসংকোচে ভোট দিয়ে যান।
ইসির নির্বাচন পরিচালনা শাখার
উপ সচিব সামসুল আলম জানান, আইন
শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠে
রয়েছে, নির্বাচনী সামগ্রী শুক্রবার
বিকালের মধ্যে সব কেন্দ্রে গেছে।
আশাকরি ভোট সুষ্ঠু হবে।
এ পর্যন্ত ইউপি নির্বাচনকে সামনে
রেখে একজন এসপি, অন্তত আট জন
ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এক
সাংসদের বিরুদ্ধে মামলা, একজন
উপজেলা চেয়ারম্যান ও একজন
মেয়রকে বরখাস্ত করা হয়েছে –
জানান তিনি।
এদিকে বেশ কদিন ধরেই গরমে
অতিষ্ঠ সারাদেশের মানুষ। একটু
বৃষ্টির প্রতিক্ষায় হাহাকার পড়েছে
সবখানেই। গতকালও সারাদেশে
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি
সেলসিয়াস। এমন উত্তাপে
ভোটারদের উপস্থিতি কিছুটা
কমতে পারে বলে আশঙ্কা
অনেকেরেই।
তৃতীয় ধাপের ভোট তথ্য
২৩ এপ্রিল ভোটের জন্য ৬৮৫ টি
ইউপি’র তালিকা করেছিল ইসি।
প্রধান রাজনৈতিক দলগুলোর
প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে
না পারায় রাঙ্গামাটি ও
নেয়া হয়েছে। নানা জটিলতায়
আরো একডজন ইউপি’র ভোট বাদ যায়।
শনিবার ৬১৪ ইউপির ভোট হবে বলে
জানান ইসির গণসংযোগ পরিচালক
আসাদুজ্জামান।
এ ধাপে চেয়ারম্যান প্রার্থী
রয়েছে ২ হাজার ৬৭২ জন। সাধারণ
সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন ও
সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ২৯৮ জন
প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে।
ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের
২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও
সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন
নির্বাচিত হয়েছেন ।
এসব ইউপিতে মোট ভোটার রয়েছে
১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন।
সাড়ে ৬ হাজারেরও বেশি ভোট
কেন্দ্রে লক্ষাধিক ভোট গ্রহণ
কর্মকর্তা ও দেড় লাখের মতো আইন
শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত
থাকবে।
তৃতীয় ধাপে প্রার্থী ও দল
তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান
পদে দলীয় প্রার্থী রয়েছেন ১
হাজার ৪৮৭ জন, স্বতন্ত্র প্রার্থী
রয়েছেন ১ হাজার ১৮৫ জন। এদের
মধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ মোট
১৪টি রাজনৈতিক দলের প্রার্থী
রয়েছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
ছয় ধাপে সাড়ে ৪ হাজার ইউপিতে
ভোটের জন্য ১১ ফেব্রুয়ারি প্রথম
ধাপের তফসিল ঘোষণা হয়। ৪ জুন
পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !