আইপিএলের প্রতি ম্যাচেই
নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন
‘কাটারম্যান’ মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের বাঁ হাতি এই
পেসারের অবিশ্বাস্য
বোলিংয়ের আরেকটি নজির
দেখল ক্রিকেট বিশ্ব।
‘ম্যাজিকাল’ দুটি স্পেলে তিনিই
কম রানে বেধে রেখেছেন
কিংস ইলেভেন পাঞ্জাবকে।
আজও দলের অন্য বোলারদের যখন
তুলোধুনো করছে পাঞ্জাবের
ব্যাটসম্যানরা সেখানে অনন্য
টিকে থাকতেই সংগ্রাম করতে
হয়েছে তাদের। ৪ ওভারে মাত্র ৯
রানে দুই উইকেট নেওয়া
মুস্তাফিজ এদিন ছিলেন আরও
দুর্বোধ্য।
এমন পারফরম্যান্স দেখে স্ট্যাটাস
দিয়েছে জনপ্রিয় ক্রিকেট সাইড
ক্রিকবাজ।
স্ট্যাটাসে মুস্তাফিজের ছবি
আপলোড করে ক্যাপশনে ক্রিকবাজ
লিখেছে, দ্যা ফিজ: মুস্তাফিজ
তার ৪ ওভারে মাত্র ৯ রান
দিয়েছে। সেই একমাত্র বোলার
যে এবারের আইপিএলে ৪ ওভার বল
করে ১০ এরও কম রান দিয়েছে। শুধু
তাই নয় পাঞ্জাবকে ১৪৩ রানে
রেখেছে।
ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !