1. শিক্ষক: ওয়াদা করো সিগারেট পান করবে না
ছাত্ররা: ওকে স্যার, পান করবো না।
শিক্ষক: মেয়েদের পিছে ঘুরবেনা
ছাত্ররা: ঘুরবো না।
শিক্ষক: ওদের ডিস্টার্ব করবে না।
ছাত্ররা: ওকে, ডিস্টার্ব করবো না
শিক্ষক: দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররা: অবশ্যই স্যার, এই রকম পানসে জীবন দিয়া করবই বা কি।

4. এক মেয়ে শরির দুরবলতার জন্য ডাক্তারের কাছে গেল
ডাক্তার মেয়ে কে কিছু পরিক্ষা করতে দিল
পরীক্ষার report গুলি নিয়ে সে ডাক্তারের কাছে গেল
ডাক্তার : আপনি তো pregnant
মেয়ে : কি বলছেন ডাক্তার সাহেব
ও নো………..আজকাল বেগুনেও ভরসা করা যায় না………।।

5. এক মহিলা ডাক্তার পাগলাগারদে এক পাগলকে বল্ল : “আমার ওড়না খুলো”
পাগল তাই করলো।
ডাক্তারঃ ” আমার কামিজ খুলে ফেলো ”
পাগল ডাক্তারের কামিজ খুলে ফেললো !!!!

ডাক্তারঃ “এবার আমার সালোয়ার খুলো !!!!! ”
পাগল তাও খুলে ফেল্ল।
এরপর ডাক্তার পাগলকে বল্ল : “আর কোনদিন যাতে আমার কাপড় পড়তে না দেখি… ঠিক আছে??”
পাগল বল্ল : ঠিক আছে !

6. একজন মেয়ে আসল কাপড় ক্রয় করতে ।
মেয়ে: ভাই এই জামাটার দাম কত?
দোকানদার: চালাকি করে বললেন ৫ টা kiss ।
ময়ে: ঐ জামাটার দাম কত?
দোকানদার: ১০ টা kiss.
মেয়ে: ২টাই প্যাকেট করে দিন ।আমাদের কজের বুয়া বিল দিয়ে যাবে ।

8. এক লোক জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে|
এমতাবস্তায় রাস্তায় প্রসাব পেলে রাস্তার পাশে দাড়িরে প্রসাব করে উঠে পরেন ।
তখন এক মৌলবি ধরনের লোক দেখলেন লোকটিপ্রসাব এর পর পানি ব্যবহার করেননি, তখন লোকটিকে বললেন
হুজুর: আপনার কাজটা ভাল হয়নি.
লোকটি: কেন?
হুজুর: আপনি তো প্রসাব করে পানি ব্যবহার করেননি!
… লোকটি: (রাগের ভঙ্গিতে) কি বললেন আপনি যার জন্য ৩ বছর জেল খাটলাম তার মাথায় পানি ঢালব আমি???

9. GF: উফ… সারা রাত করসো, এখন থামো। আর পারছি না !! প্লিজ থামো… সকাল তো হয়ে গেল।
BF: না আমি থামবো না। সারা রাত করেছি, সারা দিন করবো। আমাকে মানা করো না… প্লিজ…
.
.
কারন ৫ টাকায় ৫০০ SMS। কাজে লাগাতে হবে না !

10. রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতল।
: দয়া করে কিছু দিন স্যার !
: তুমি মদ খাও ?
: না স্যার।
: তুমি ধূমপান কর ?
: না।
: জুয়া খেল ?
: না।
: তুমি শিগগির আমার গাড়িতে উঠ।
: যা দেবার এখানেই দিন, স্যার।
: না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয়।
পোষ্ট টি সর্ব প্রথম আমরাইতো ডট কমে প্রকাশিত হয় । আপনিও আমন্ত্রিত ।

4 thoughts on "এগুলো বড়দের জোকস ।"

  1. Avatar photo mdNOBEL Contributor says:
    airokom post na korai valo
  2. Avatar photo Rashed Khan Contributor says:
    ট্রিকবিডিতে জোকসের পোস্ট করতি তোর কেডা বলি? টিপস ট্রিকস শেয়ার কর, নাহলি টিউনারশিপ আমারে দিয়ে দে
  3. Avatar photo msshohug Author says:
    ভাই, আমার না‌মে ট্রিক‌বি‌ডি‌তে ১ ট‌া পোস্ট দি‌তে পার‌বেন?
    আমা‌কে author বানা‌নোর জন্য একটা পোস্ট কর‌বেন প্লিজ ।
    আমি আমার পো‌স্টের screensort দিব প্লিজ ভাই,
    এই উপকার টা ক‌রেন প্লিজ ।

Leave a Reply