আসসালামুআলাইকুম. আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন.আমিও ভালো আছি.

আজ আপনাদের সাথে শেয়ার ফেসবুকের একটি অজানা তথ্য এটা অনেকেই হইতো জানেন আবার অনেকেই জানেন না তাই জেনে নিন নিচে বিস্তরিত.

ধরুন,আপনার একটা ফ্রেন্ড ছিল,এখন আপনি বা সে অন্য জায়গায় থাকে তার ফোন নম্বর ও নাই আপনার কাছে বা আপনার টা ও তার কাছে নাই এক কথায় কোনো যোগাযোগ নেই আপনাদের.তো একদিন আপনার ফ্রেন্ড ফেসবুকে আপনাকে দেখে চিনতে পারলো,এবং আপনাকে একটা ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ট করে দিলো.
আর এদিকে আপনি পরিচিত মানুষ ছাড়া অ্যাকসেপ্ট করেন না ঝুলাইয়া রাখেন.আপনি এর জন্য আপনার ফ্রেন্ড কেও ঝুলিয়ে রেখে দিলেন তাকে না চেনার কারনে.কারন সে কোনো কারনে তার নিজের ছবি প্রোফাইল পিক হিসেবে দেয়নি.তায় আপনি তাকে চিনতে পারেননি.আমাদের প্রায় সবারই অনেক ফ্রেন্ড আছে যারা নিজের ছবি ফেসবুকে শেয়ার করে না,
ঐদিকে আপনার সেই ফ্রেন্ড টি আপনাকে একটা মেসেজ করে বসল আপনাকে বলার জন্য যে আপনি তার ফ্রেন্ড.কিন্তূ ঐ মেসেজটা সরাসরি show করবে না.মেসেজটাও রিকুয়েস্ট আসবে.আর আপনাকে ঐ মেসেজটা দেখতে হলে Message বাটনে ক্লিক করে নিচের দিকে গিয়ে View Message Request এ ক্লিক করলে পাবেন.

2 thoughts on "!জেনে নিন ফেসবুকের একটি মুল্যবান ট্রিক!"

    1. Prince Edward Contributor Post Creator says:
      yup 😀

Leave a Reply