নতুন আইফোন আসার খবর নিশ্চয়ই শুনেছেন। নতুন আইফোন তৈরিতে অ্যাপল এবারে ইনটেলের সঙ্গে চুক্তি করেছে। নতুন আইফোনে থাকবে ইনটেলের চিপ।
ইনটেল ও অ্যাপলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কসহ কয়েকটি নেটওয়ার্কে এ চিপযুক্ত ফোন ছাড়া হবে।
অবশ্য সব আইফোনে ইনটেলের চিপ ব্যবহৃত হবে না। চীনে যে আইফোনগুলো আসবে তাতে কোয়ালকমের চিপ থাকবে।
অ্যাপল যেহেতু এক প্রতিষ্ঠানের যন্ত্রাংশের ওপর নির্ভার না থেকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কিনতে আগ্রহী তাই ইনটেলের সঙ্গে চুক্তি তাদের জন্য অর্থবহ। ইনটেলের জন্য এটি সুখবর, কারণ পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ তৈরি করলেও কোয়ালকম বা স্যামসাংয়ের মতো ক্রেতা ইনটেলের নেই।
অ্যাপল ও ইনটেলের চুক্তি বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করেনি।
তথ্যসূত্র : ব্লুমবার্গ।