আজকে সবার হাতে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে আছে। রাত্রে ফুল চর্জ দিয়ে রেখেছেন তাই না?
কারণ আজকে সবার সাথে ছবি তুলতে হবে আর ফেসবুকে আপলোড করতে হবে। এই দিনটা আসলে সবাই ধরে রাখতে চায়।
কিন্তু সব কাজের ফাঁকে কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনকে পরিস্কার করে রাখতে হবে।😀
ধরুন একটি বিশেষ মূহর্তে ছবি তোলাটা খুব জরুরী এখন আপনি ছবি তুলতে গেলেন কিন্তু আপনার ফোনে ভালো কাজ করছে না, র্যাম একদম স্লো ।এখন তো আসলে খুব বিপদ কি করা যায়? ফোনকে আবার
রিষ্টার করলেন
😀 কিছু সময়ের জন্য ফাষ্ট থাকলো কিন্তু আবার স্লো হয়ে গেল। এভাবেই সারাদিন পার হয়ে যাবে কিন্তু কোন কাজের কাজ হবে না। বন্ধুগণ আপনার আর কোন চিন্তা নেই আমি এবার আপনাদের জন্য নিয়ে এলাম একদম ল্যাটেষ্ট একটি অ্যাপস্RAM Cleanup ।
আপনি এই অ্যাপস্ এর মাধ্যমে র্যাম ক্লিন আপ করে মোবাইলকে আবার ফাষ্ট করে তুলতে পারবেন।যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি স্লো হয়ে যাবে তখনই আপনি
RAM Cleanup
দিয়ে ক্লিন করেনিন দেখবেন আপনার মোবাইল সেই নতুনের মত ফাষ্ট হয়ে গেছে। আপনাকে কষ্ট করে বার বার মোবাইলরিষ্টারট করতে হবে না।
এই অ্যাপসটি খুব পাওয়ার ফুল।একবার হলেও ব্যবহার করে দেখুন আসাকরি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন
😀
ফেসবুকে আমি 😀
7 thoughts on "Android ফোনের জন্য নিয়ে নিন র্যাম ক্লিনআপ-RAM Cleanup অসাধারন একটি সফটওয়্যার"