মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা মোবাইল অপারেটরদের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নতুন এবং হালনাগাদ ভার্সন নিয়ে এসেছে। দ্বিতীয় প্রজন্মের মোবিক্যুটি ওয়ালেট ২.০ নামে এই ভার্সন গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা এবং ব্যবসার লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করবে।
মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা মোবাইল অপারেটরদের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নতুন এবং হালনাগাদ ভার্সন নিয়ে এসেছে। দ্বিতীয় প্রজন্মের মোবিক্যুটি ওয়ালেট ২.০ নামে এই ভার্সন গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা এবং ব্যবসার লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করবে।
মোবাইল ওয়ালেট সেবায় মাহিন্দ্রা কমভিভা নতুন নতুন উদ্ভাবনী সেবা যোগ করার প্রয়োজনীয়তা অনেক আগেই অনুভব করে। এরই ধারাবাহিকতায় তারা মোবিক্যুটি ওয়ালেট ২.০ ভার্সন নিয়ে আসল। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা বুঝে ডিজিটাল ওয়ালেট সেবায় এটি অগ্রণী ভ’মিকা রাখবে।
মোবিক্যুটি ওয়ালেট ২.০ এর ব্যবহারযোগী ফিচার মোবাইল অপারেটরদের দ্রুত কনফিগারেশন পরিবর্তন, ফি নির্ধারণ এবং নিরাপত্তা জোরদারে সাহায্য করবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাহিন্দ্রা কমভিভার মোবাইল ফাইনান্সিয়াল সল্যুশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) শ্রীনিভাস নিডুগন্ডি বলেন, পরিবর্তনশীল মোবাইলভিত্তিক পেমেন্টের জন্য এটি একটি শক্তিশালী মাধ্যম যা ব্যবসার চাহিদা ও কার্যাবলি বুঝতে পারে।
সেইসঙ্গে পরিবর্তনশীল বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এই প্লাটফর্মটি ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান, ব্যাংক, রিটেইলার অথবা নেটওয়ার্ক অপারেটরদের সাহায্য করে। তিনি আরো বলেন, মোবাইল পেমেন্ট একটি জটিল প্রক্রিয়া। এ জন্য এই প্রক্রিয়াতে স্টেকহোল্ডারের চাহিদা বুঝতে নমনীয়তা, নিরাপত্তা এবং সংবেদনশীলতাকে একসঙ্গে নিয়ে আসতে হবে।
😀
2 thoughts on "নতুন ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সুবিধা আনল মাহিন্দ্রা কমভিভা"