এখন রবি’র নতুন প্রিপেইড সংযোগে উপভোগ করুন ৬ জিবি পর্যন্ত ইন্টারনেট এবং আকর্ষণীয় কলরেট
১ জিবি ইন্টারনেট ফ্রি প্রথমবার ৩৪ টাকা ইজিলোড রিচার্জে:
গ্রাহক নতুন সংযোগে প্রথম রিচার্জ ৩৪ টাকা করলে, ১ জিবি ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন
- বোনাস ইন্টারনেট যেকোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে
- বোনাস ইন্টারনেট ব্যবহারের সময়সীমা: ২৪ ঘণ্টা
- মেয়াদ: ৭ দিন (প্যাক পাবার দিন থেকে)
- প্রথম রিচার্জ ৩৪ টাকা না হলে অন্য যেকোনো ৩৪ টাকা রিচার্জ মূল অ্যাকাউন্টে যোগ হবে না এবং অতিরিক্ত ১ জিবি ইন্টারনেটও দেওয়া হবে না
১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় ইজিলোড রিচার্জে:
প্রথমবার ৩৪ টাকা রিচার্জ করার দিন থেকে, গ্রাহক প্রতি মাসে (৩০ দিনে) সর্বোচ্চ একবার করে মোট ৫ মাসে (১৫০ দিনে) ৫ বার পর্যন্ত মাত্র ৯ টাকায় ১ জিবি করে ইন্টারনেট কিনতে পারবেন
- ব্যবহারের সময়সীমা: ২৪ ঘণ্টা
- মেয়াদ: ৭ দিন (প্যাক পাবার দিন থেকে)
- ৯ টাকায় ১ জিবি শুধুমাত্র ৩৪ টাকা রিচার্জ করার পর প্রযোজ্য হবে
- ১ জিবি ইন্টারনেট ক্রয় করার দিন থেকে ৩০ দিনের মধ্যে পুনরায় ক্রয় করা যাবে না ; এই ৩০ দিনের মধ্যে নতুন করে ৯ টাকা রিচার্জ করলে তা মূল অ্যাকাউন্টে যোগ হবে
২৯ টাকা রিচার্জে আকর্ষণীয় কলরেট:
বিবরণ | পয়সা/সেকেন্ড |
---|---|
রবি-রবি | ০.৫ |
রবি-অন্য অপারেটরে | ১ |
মেয়াদ | ৩০ দিন |
অ্যাক্টিভেশন বোনাস:
- ৫ টাকা মূল অ্যাকাউন্টে
- মেয়াদ: ১৫ দিন
- ৫০টি ফ্রি এসএমএস যেকোনো লোকাল নম্বরে
- ব্যবহারের সময়সীমা: ২৪ ঘণ্টা
- মেয়াদ: ৩০ দিন
- মেয়াদ শেষে ৫০ পয়সা/এসএমএস চার্জ প্রযোজ্য হবে
সাধারণ শর্তাবলি:
- একাধিক রিচার্জের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি রিচার্জটি অগ্রাধিকার পাবে
- মেয়াদ শেষে ২০.৭৫ পয়সা/১০ সেকেন্ড চার্জ প্রযোজ্য হবে
- নতুন প্যাকেজটিতে মাইগ্রেশন করা যাবে না
- নতুন এই প্যাকেজ থেকে অন্য প্যাকেজে মাইগ্রেশন করা যাবে; অন্য প্যাকেজে মাইগ্রেশন করলে আকর্ষণীয় কলরেট অফারটি প্রযোজ্য হবে না
ব্যালেন্স চেক কোড:
বিবরণ | কোড |
---|---|
মূল অ্যাকাউন্ট ব্যালেন্স | *২২২# |
বোনাস এসএমএস | *২২২*১২# |
বোনাস ইন্টারনেট | *১২৩*৩*৫# |
সকল ট্যারিফের উপর ৫% এসডি, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য হবে
তারপরেও ধন্যবাদ।।