আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। *আমার টিউন শুরু করছি*
********
@এক বোন তার দাম্পত্য জীবনের প্রথম
রজনী নিয়ে লিখছেন।
… … …
উনি লিখছেন যখন উনার বহুল
প্রতিক্ষীত স্বামীর সাথে প্রথম
সাক্ষাত হলো। তখন অনেক সাচ্ছন্দে,
আনন্দ-উল্লাসে কথা বার্তা হলো।
বহু প্রশ্ন-উত্তর ও হলো।
… … …
তবে তিনি নাকি তার পরম প্রিয়
স্বামীর একটি প্রশ্নের জন্য
অপেক্ষমান ছিলেন যে, যখনই আমার
স্বামী আমাকে ঐ প্রশ্নটা করবেন
আমি বুক ফুলিয়ে গর্বের সাথে তার
উত্তর দিব।
… … …
কিন্তু আফসোস ! তিনি আমাকে ঐ
প্রশ্নটি করেন নি। অবশেষে আমি
নিজেই আমার স্বামীকে প্রশ্ন করে
বসলাম যে আপনি আমাকে অনেক
প্রশ্ন করলেন উত্তর ও দিলাম । কিন্তু
আপনি আমাকে এ ব্যাপারে কেন
জানতে চাননি ?
… … …
স্ত্রীঃ আমার জীবনে কোন
ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা বা
কোন ছেলের দিকে তাকিয়ে
থাকতাম কিনা কিংবা আমার
জীবনে কোন ছেলের সাথে সম্পর্ক
ছিল কিনা ?
.
স্বামী স্ত্রীর প্রশ্ন শুনে হেসে
দিলেন।
স্ত্রীঃ আপনি হাসছেন!?
স্বামীঃ হুম !
স্ত্রীঃ কেন ?
… … …
স্বামী এবার বুক ফুলিয়ে উত্তর
দিলেন। আমি তোমাকে এমন অযথা
অনর্থক প্রশ্ন করতে যাব কেন?
আমিতো মহাগ্রন্থ আল-কোরআনের
সেই আয়াতে বিশ্বাসী যেই
আয়াতে আল্লাহ তাআলা বলেনঃ
… … …
ﺍﻟﺨﺒﻴﺜﺎﺕ ﻟﻠﺨﺒﻴﺜﻴﻦ ﻭﺍﻟﺨﺒﻴﺜﻮﻥ ﻟﻠﺨﺒﻴﺜﺎﺕ .
ﻭﺍﻟﻄﻲّﺑﺎﺕ
ﻟﻠﻄﻴّﺒﻴﻦ ﻭﺍﻟﻄﻴّﺒﻮﻥ ﻟﻠﻄﻴّﺒﺎﺕ .
… … …
অর্থঃ প্রত্যেক দুশ্চরিত্রা নারী
দুশ্চরিত্র পুরুষের জন্য এবং প্রত্যেক
দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীদের
সচ্চরিত্র পুরুষের জন্য এবং প্রত্যেক
সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য।
(সূরা নূর আয়াত ২৬ )
… … …
এবার স্ত্রী চুপ হয়ে গেলেন এবং
উভয়ের রহস্য উদঘাটন হয়ে গেলো।
এখন চিন্তা করি! আমরা কী তাদের
মত সচ্চরিত্রবান হতে পেরেছি? যদি<
হয়ে থাকি তাহলে তো ﺍﻟﺤﻤﺪﻟﻠﻪ , না<
হয়ে থাকলে চেষ্টা করব। আল্লাহ<
পাক আমাদের তৌফিক দান করুন(আমিন)
আল্লাহর ছোট একটি আয়াত হাজার প্রশ্নের উত্তর দেয়।
*সংগ্রাহিত *
আগামি ৩-১-২০১৭ থেকে আমার ফাইনলাম পরিক্ষা সবাই দুয়া করবেন আমার জন্য – তাই কিছু দিন হয়তো আর কোন পোস্ট করতে পারবো না – তবে আল্লাহ বাচিয়ে রাখলে পরিক্ষার পর ইনশাআল্লাহ আবারো আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন পোস্ট নিয়ে –
আর হ্যা, সবাই নামাজ পরুন – আল্লাহ উপর ভরশা রাখুন –
*আল্লাহ হাফেয *
13 thoughts on "এক বোন তার দাম্পত্য জীবনের প্রথম রজনী নিয়ে লিখছেন।(ইসলামিক)"