আমরা অনেকেই গ্রামীনফোন সিমের Pay as you go বন্ধ করা নিয়ে অনেক অভিযোগ ছিল। অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে ৩ অক্টোবর গ্রামীনফোন পে এস ইউ গো বন্ধ করার সিস্টেম এনেছে।
এখন খুব সহজেই মাই জিপি অ্যাপ থেকে এই সার্ভিসটি একেবারে বন্ধ করা যাবে। এর আগে বাংলালিংক সিমে এই সার্ভিসটি বন্ধ করা যেতো।
আজকের পেস্টে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজেই এই সার্ভিসটি বন্ধ করবেন আর এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েও দিলাম।
Pay As You Go চালু থাকলে প্রতিবার সিমে এমবি শেষ হয়ে গেলে সিমে টাকা থাকলে সিম থেকে ৬ টাকা করে কেটে নেয় যা বিরক্তিকর। এই সার্ভিসটি বন্ধ করলে সিমে টাকা থাকলেও আর টাকা কেটে নিবে না।
সম্পূর্ণ প্রসেসটা দেখুনঃ
প্রথমে আপনার মাই জিপি অ্যাপটা আপডেট করে দেন তারপর অ্যাপটা অপেন করুন।
তারপর Service ট্যাবে যান। সার্ভিস ট্যাবে যাওয়ার পর দেখতে পাবেন Pay As You Go এটাতে যাবেন।
তারপর Get Free Packs তে ক্লিক করে কনফার্ম করবেন।
তারপর দেখবেন একটি কনফার্ম মেসেজ দেখাবে।
আপনাকে একটা মেসেজে জানিয়ে দিবে যে আপনার সার্ভিসটি বন্ধ হয়েছে।
এভাবে আপনি খুব সহজেই মাইজিপি অ্যাপ থেকে Pay as you go সার্ভিসটি বন্ধ করতে পারবেন।
পরিশেষে যা বলতে চাইঃ
আশা করি আজকের পোস্টটি আপনাদের জন্য উপকারী হবে। অনেকেই হয়তো উপায়টা জানেন।
আজকের পোস্ট এখানেই শেষ। আমার পরবর্তী পোস্টটি একটি অনলাইন টোল নিয়ে হবে। আশা রাখি পরবর্তী পোস্টটি আপনাদের উপকারী হবে।
You must be logged in to post a comment.
ধন্যবাদ আপনাকে। একরকম পোস্টের খুবই দরকার।
Thanks bhai
Thanks for your information
রবি এয়ারটেলে কিভাবে?
সেটা জানি না ভাই।
জানলে জানাব
Robi, airtel sim a hoy na vai. Only Gp ar Banglalink a hoy.
বেশীরভাগ সময় এয়ারটেল ইউজ করি।
Thanks for information.
এটা বন্ধ করার পরও আমার টাকা কেটে গেল