আশা করি সবাই ভালো আছেন,,,,,আর কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাই,,,,?
আমরা কম-বেশি সবাই অনলাইন ইনকাম করতে চাই, কারো আছে ওয়েবসাইট, কেউ আবার বিভিন্ন সাইট থেকে ইত্যাদি।কিন্তু ইনকামের অন্যতম সহজ পন্থা হল ইউটিউব,,,,, ইউটিউবের ইনকামের প্রথম দিকটা অনেক কঠিন যেমন সাবস্ক্রাইবার, ভিউ ইত্যাদি,,,, কিন্তু এইসব পেতে পারলে মাসে ইউটিউব থেকে লাখ টাকাও ইনকাম করা সম্ভব।
তো ইউটিউব ইনকামের উপায় [Part-01] শুরু করছি,,,যারা ইউটিউবের মাধ্যমে ইনকামের উপায়(basic Tools) দেখেন নি তারা দেখে নিন নিচের লিংক থেকে?
ইউটিউবের মাধ্যমে ইনকামের উপায়(basic Tools)
আপনাকে প্রথমেই একটি ইউটিউব চ্যানেল খোলার আগে অব্যশই মাথায় রাখতে হবে আপনি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করবেন,,,,অবশ্যই আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের নাম হলেই ভালো এতে ভিউয়ার দের দৃষ্টি আকর্ষন হয়,,,,,,
Example:
আপনার যদি গেম ভিত্তিক চ্যানেল করতে চান তাহলে নাম দিতে পারেন
Game Of Bangla,BD Game Guest,BD Game Solver ইত্যাদি,,,
আপনার যদি শর্ট ফ্লিম ভিত্তিক চ্যানেল করতে চান তাহলে নাম দিতে পারেন

Drz Film Bangla,The Mega Filmmer Of Bangla,Own Filmmer Dhaka ইত্যাদি,
এভাবেই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার চ্যানেল এর নাম সেট করতে পারেন,,,,☺
অবশ্যই মাথায় রাখবেন ইউটিউব চ্যানেল এর ইউনিক হতে হবে, যাতে ভিউয়ার দের দৃষ্টি আকর্ষন করে,,,,,
এবার চ্যানেল খুলার পর করণীয় –>
চ্যানলে খুলেই প্রথমে কোনো ভিডিও না আপলোড করলেই ভালো, কারন আপনার প্রথম ভিডিও হতে হবে অনেক ইউনিক,পারফেক্ট,ফুল ফিল।
চ্যানেল খুলে আপনি আপনার চ্যানেল এর নামে একটি ফেসবুক ফ্যান পেজ খুলুন,
এবং আপনার ফেসবুক একাউন্টে আপনার ইউটিউব চ্যানেল এর লিংক দিয়ে সবাইকে রিকুয়েস্ট করুন সাবস্ক্রাইব করতে,, এভাবে হয়ত ১০-৩০ টি সাবস্ক্রাইব হতে পারে কোনো ভিডিও ছাড়া,,,,,(বিশেষ করে ক্লোজ বন্ধুদের রিকুয়েস্ট করুন) এবার কিছু সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর আপনি আপনার চ্যানেল এর নামে ফেসবুক পেজে আপনার ইউটিউব লিংক শেয়ার করতে থাকুন।
এবার আপনার চ্যানেলে ইউনিক,পারফেক্ট ভিডিও আপলোড করুন।
এবং সেই ভিডিও এর লিংক আপনার ফেসবুক একাউন্টে এবং পেজে শেয়ার করতে থাকুন।আপনার ভিডিও যদি ইউনিক হয় তাহলে গুগল সার্চে আপনার এই ভিডিও লিংক শো করবে,,,,,,,,
সবসময় মাথায় রাখবেন এমন ভিডিও আপলোড করবেন যাতে প্রায় মোট ভিউ এর মধ্যে ৯০% মোন্টাজেশন ভিউ হয়।আবারো বলে রাখি আগের পর্ব দেখলে আপনাদের কিছু উপকার হবে যারা এখনো ইউটিউবে কাজ করেন নি।।।
তাহলে আজকের পর্বে এই পর্যন্তই শেয়ার করলাম,আগামী পর্বে আরো কিছু নিয়ম ও ট্রিক আনার চেষ্টা করব।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ট্রিকবিডি এর পাশেই থাকবেন।
সময় পেলে আমার সাইট ঘুরে আসার অনুরোধ রইল,,,??
Forum Site: TrickMasti.Ga
Download Site: TopMobi.Ga

15 thoughts on "ইউটিউবের মাধ্যমে ইনকামের উপায়:[Part-01]"

  1. Md Gias Uddin Contributor says:
    coc Clan User Aco Kau Akta clan deba be
    1. Alamin200 Author says:
      7 ar clan asa amer
  2. BS Ashraful Contributor says:
    ভাই এর আগেও এক ভাই YouTube সম্পকে যথেষ্ট অবিঙ্গগতা দিসে বাট তুমি এ সব বাদ দাও
    1. Emon Patwary@16 Contributor Post Creator says:
      ভাই সবার ট্রিক দেয়ার ধরন এক নয়,,,,,আর এটা যারা এখনো কাজ শুরু করে নি।।
  3. Zahed Contributor says:
    ভাই আমার একটা phone name samsung j5 এটা root করার পর, xposed insteler দিতে গিয়ে আর on হচ্ছে না। কি করব এখন
    1. Emon Patwary@16 Contributor Post Creator says:
      ফোন কি ফুল্লি অফ হয়ে গেছে…?
  4. Hridoy Author says:
    খুব সুন্দর পোষ্ট। চালিয়ে যান। ইউটিউব নিয়ে আরও পোষ্ট চাই।
    1. Emon Patwary@16 Contributor Post Creator says:
      ধন্যবাদ।
  5. Alamin200 Author says:
    valo but aponer download page code ta daya jaba
    1. Emon Patwary@16 Contributor Post Creator says:
      ঠিক বুঝলাম নাহ,,,,,ক্লিয়ার করে বলেন সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব।?
  6. JiboN Author says:
    adsense ta ki vabe 100% pabo seita bolen
  7. Arif Khan Contributor says:
    bijoy vai o ytube nia tut. Korce.
  8. Fade Russell Contributor says:
    bro youtube a kivabe channels khulbo?
    1. Emon Patwary@16 Contributor Post Creator says:
      https://m.youtube.com/create_channel
      এই লিংকে গিয়ে।।।
  9. Rihad Nur Akib Contributor says:
    ভাই TrickBD wordpress এ আসার পর কিভাবে এত জনপ্রিয় হলো বলবেন কি?

Leave a Reply