ওয়ার্ডপ্রেসে ডিফল্ট হিসেবে এডমিন প্যানেলে উইজারদের থিম এডিটর এবং প্লাগিন এডিটর দেখানো থাকে। যদিও এটা ভাল দিক কিন্তু এটা আপনার সাইটের জন্য বিপজ্জনকও বটে। আপনার সাইটকে বাঁচানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলে থিম এডিটর এবং প্লাগিন এডিটর বন্ধ করে দেয়া আপনার এডমিন প্যানেলে। আপনি এটা সহজেই বন্ধ করতে পারেন। এফটিপি অথবা সিপ্যানেলে ঢুকে আপনার রুট ডিরেক্টরির wp-config.php ফাইলে নিচের কোডটি দিন তাহলেই হয়ে যাবে।

define( ‘DISALLOW_FILE_EDIT’, true );
আরেকভাবে করতে পারেন, আপনার থিম ফোল্ডারের functions.php ফাইলে পেষ্ট করলেও এটা কাজ করবে।

ভালো থাকবেন?????

Credit by: TipsTune.Net
এখন .Info ডমেইন সহ ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট মাএ 500 টাকায় বানাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।

One thought on "যেভাবে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে থিম এবং প্লাগিনের এডিটর বন্ধ করবেন।"

  1. Firoj Contributor says:
    thanks

Leave a Reply