আসসালামু আলাইকুম
আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেল টি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা আজকে আপনাদের সাথে আমি স্মার্ট এনআইডি কার্ডের plp ফাইল শেয়ার করবো। যেটায় আপনারা চাইলে নিজেদের নাম, ছবি ইত্যাদি ইনফরমেশন যুক্ত করে নিজের ফেইক এনআইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে পোস্ট টা শুরু করা যাক।
আমি যে ফাইল শেয়ার করবো সেটা জিপ আকারে থাকবে। সেটা আনজিপ করলে আপনারা দুইটা পিএলপি ফাইল পাবেন। একটা ফ্রন্ট সাইডের আরেকটা ব্যাক সাইডের। তো আপনারা দুইটাই ইডিট করতে পারবেন। ইডিট করার জন্য pixellab নামক একটি এপ এর দরকার হবে। তো যাই হোক। আগে চলুন আমরা দেখে আসি স্মার্ট এনআইডি কার্ডটি ঠিক কেমন হবে। নিচে আমি দুই পার্টেরই সেম্পল ছবি দিয়ে দিচ্ছি।
এই ফাইলটি আমি একদম ফ্রি তে দিবো আপনাদের। নিচে একটা লিংক দিবো (গুগল ড্রাইভের) সেখান থেকে আপনারা ফ্রি তে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে ফাইলটা পাসওয়ার্ট প্রটেক্ট থাকবে। পাসওয়ার্ড ও আমি লিংক এর সাথে দিয়ে দিবো।
Download Link: Smart Nid Card plp download (drive)
Password: 09RT31
(একটা জিনিস খেয়াল রাখবেন এখানে প্রথম ডিজিট টা কিন্তু শূন্য। অনেকে আবার এটা ইংরেজি অক্ষর “O” (ও) মনে করে ভুল কইরেন না)
এবার আসি কিভাবে এই plp ফাইলটা ডিজাইন করবেন। এটা করার জন্য আপনাদের pixellab এপ লাগবে। যাদের কাছে এটা আগে থেকে আছে এবং এর কাজ পারেন তারা তো পারেনই। আর যারা পারেন না তারা নিচে একটা ইউটিউব টিউটোরিয়াল লিংক দিবো সেখান থেকে দেখে নিবেন। তবে আমি এখন নিচে কয়েকটা যায়গা মার্ক করে দেখাচ্ছি কোন যায়গা কি ইডিট করবেন।
এখানে প্রথমে আপনার নাম বাংলায় লিখবেন এরপর ইংরেজিতে। তারপর আপনার বাবা ও মায়ের নাম বাংলায় লিখবেন। এবং এরপর আপনার জন্ম সাল, ও একটা ইচ্ছা মত আইডি নাম্বার দিবেন ১০ সংখ্যার। আর এই নাম্বার কপি করে রাখবে ঐটা আমাদের ব্যাক সাইডের লাগবে। এরপর নিজের একটা ব্যাক গ্রাউন্ড রিমুভ করা ছবি এড করবেন এবং সিগনেচার এর যায়গা নাম লিখে দিবেন।
এই সাইডে উপরের দিকে আপনার বাসার নাম্বার, গ্রাম, জেলা, উপজেলা এগুলা দিবেন। এরপর নিচের দিকে 0000000000 দেওয়া যায়গায় আপনার ফ্রন্ট সাইডের আইডি নাম্বার আবার এখনে দিয়ে দিবেন। এরপর আপনার নাম দিয়ে দিবেন নিচের দিকে NAME লেখা যায়গায়। খেয়াল রাখবেন ঐখানে NAME দুইটা দেওয়া আছে। এর মানে প্রথম টায় নামের প্রথম অংশ আর পরের টায় নামের পরের অংশ দিবেন।
যারা এগুলোর কাজ জানেন তাদের জন্য তো সহজ হবে। আর যারা জানেন না তারা নিচের দেওয়া লিংক থেকে ইউটিউবের টিউটোরিয়াল দেখতে পারেন। আমি নিজে তৈরি করছি টিউটোরিয়াল। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে আরো ভালো ভালো plp ফাইল পাবেন। একদম নতুন চ্যানেল। মন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
Youtube Tutorial: এখানে ক্লিক করুন
সতর্কতা
১. এই স্মার্ট কার্ড সম্পূর্ণ ফেইক। তাই এর দ্বারা কোনো অনৈতিক কাজ করলে তার সাথে আমি বা Trickbd কেউ জড়িত থাকবে না। তার সম্পূর্ণ দায়ভার তার নিজের নিতে হবে।
২. এটা দিয়ে ফেসবুক এর লক আইডি আনলক করতে পারবেন। তবে অন্য কোনো খারাপ কাজে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।
আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়াও আপনাদের যদি সাড়া পাই তাহলে সামনে আরো ভালো ভালো প্রিমিয়াম ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো দেখা হবে পরবর্তী কোনো পোস্টে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ্য থাকুন। রামাদান মোবারক, আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.
ন্যাশনাল আইডি কার্ডের plp file টাও দিয়েন উপকার হবে।
স্মার্ট থেকে ন্যাশনালই কাজ করে ভালো।😊
thik ase vhai cesta korbo
সামনের দিকটা একদমই বাজে। দেখেই বুঝা যাচ্ছে ফেক।
NID Card er signature, baba mayer Bhul nam poriborton kora jayna?
ei plp file edit korar khetre parben. tbe real tar ta bolte parlam na
Vai PSD File diyan
এইটা কোনো কথা?
এইটা দিয়া জীবনেও ফেসবুক আইডি আনলক হবে না।হয়ে থাকলে প্রুভ দেন।
Download হয় না। ডিরেক্ট লিংক দিন।