ট্রিকবিডির সকলের মন্তব্য চাচ্ছি।।।।
ট্রিকবিডিতে (lifestyle) নামে একটা ক্যাটেগরি আছে। সেই ক্যাটেগরিতে যদি আমি নিয়মিত নতুন নতুন সিনেমা (Movie) এর রিভিউ দেই তাহলে কেমন হয়? যখন ফ্রি নেট থাকে তখন অনেকেই খুঁজে পাইনা কি ডাওনলোড দিব। সময় কাটানোর জন্য গেমের পাশাপাশি সিনেমাও দারুন উপভোগ্য। আমি অবশ্যই ভালো মানের বাংলা হিন্দি ইংলিশ এবং কোরিয়ান মুভির রিভিউ দিব। এবং ডাওনলোড লিংক শেয়ার করব যদি আপনাদের লাগে। এই পোস্টি আগামী ৪৮ ঘন্টার মত রাখব আপনাদের মতামত এর জন্য।
আমার মনে হয় আপনারা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তার কিছু নমুনা, আমার মনে যা মনে হয়েছে সেইটাই প্রশ্ন দিলাম।
#আমি কেন সিনেমা রিভিউ দিব? অন্য কিছু কেন নয়?
@ আমি ফ্রি নেট বিষয়ে অভিজ্ঞ নই। আমি বলছি না যে আমি শুধু সিনেমা নিয়ে পোস্ট দিব। আমি মাঝেমাঝে সিনেমা বিষয়ক পোস্ট দিব।
@ ভাই ট্রিকবিডি শুধু ট্রিক কিংবা ফ্রি নেটের জন্য নয়। আর এখানে lifestyle নামে ক্যাটেগরি আছে তাই এখানে সিনেমা বিষয়ক পোস্ট হতেই পারে। তবে এই বিষয়ে আমি রানা/নাসির/সাধিন ভাইদের মতামত এর উপর নির্ভর করছি।
@#*#@ বি:দ্র:-: রানা ভাইকে ধন্যবাদ চার মাস আগে কিছু ভুল বুঝাবুঝি এর জন্য আমি ডিমোট হয়েছিলাম। পরিক্ষা এর জন্য রানা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারিনি। গত পরশু যোগাযোগ এর পর ভুল বুঝাবুঝি টা মিটে যায়। আশা করি আমি ট্রিকবিডি কে নতুন কিছু দিতে পারবো।
ও হ্যা বাংলা সাবটাইটেল ও আছে অনেক সিনেমার।
jamon Salman shah, a dhoroner
\DEN\
valo++++
–> Tole … Hacking, Since, Army etc QUALITY Movie aktu beshi debin PLZ<–
bro ami ekhon ki korbo.. plz help me….?
সবাই দেখি এরকম পোস্ট করতেছে+নিজেদেরকে সেলিব্রিটি মনে করতেছে।
আরে ভাই ভালো মানের পোস্ট করবা ভালো কথা বাট এইটাও আবার পোস্ট দিয়া শোনা লাগবে?? ?
আজব!!
বিঃদ্রঃ কেউ মাইন্ড খায়েননা। কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। ??
আরে ভাই ভালো মানের পোস্ট করবা ভালো কথা বাট এইটাও আবার পোস্ট দিয়া শোনা লাগবে?? ?